ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের লেনদেন শুরু ৬ নবেম্বর

প্রকাশিত: ০৩:৫২, ৩১ অক্টোবর ২০১৭

ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের লেনদেন শুরু ৬ নবেম্বর

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করা ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের শেয়ার লেনদেন শুরু হবে আগামী ৬ নবেম্বর। এদিন দেশের উভয় শেয়ারবাজারেই কোম্পানিটির লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। গত ৫ অক্টোবর কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মাঝে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারির ড্র অনুষ্ঠিত হয়। কোম্পানিটির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কোটায় ৭৩ গুণ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কোটায় ১০ গুণ আবেদন জমা পড়ে। গত ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির আইপিওতে এ পরিমাণ আবেদন পড়ে। এর আগে ৯ মে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৪তম সভায় ওয়াইম্যাক্স ইলেকট্রোডের আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজারে দেড় কোটি শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পায়। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১০ টাকা। উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি মূলধনী যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জামাদি, কাঁচামাল ক্রয় ও আইপিও খাতে ব্যয় করবে। ৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ২.০৩ টাকা। একই সময়ে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৮৭ টাকা।
×