ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টোকিওতে রেকর্ড গড়তে চায় জাপান

প্রকাশিত: ০৪:৪১, ২৯ অক্টোবর ২০১৭

টোকিওতে রেকর্ড গড়তে চায় জাপান

স্পোর্টস রিপোর্টার ॥ পরবর্তী অলিম্পিক আয়োজনের গর্বিত শহর হতে যাচ্ছে টোকিও। জাপানের রাজধানী প্রস্তুত হতে শুরু করেছে সেই মর্যাদার ‘গ্রেটেস্ট শোন অন আর্থ’ আয়োজনের জন্য। জাতীয় অলিম্পিক আয়োজক কমিটি ইতোমধ্যেই দেশের এ্যাথলেটদের নিয়েও শুরু করেছে পরিকল্পনা। তারা এ্যাথলেটদের আহ্বান জানিয়েছেন ২০২০ অলিম্পিকে জাতীয় রেকর্ড ৩০ স্বর্ণপদক জেতার জন্য। জাপানিজ অলিম্পিক কমিটির (জেওসি) ক্রীড়া বিষয়ক চেয়ারম্যান ইয়াসুহিরো ইয়ামাশিতা দেশের এ্যাথলেটদের নিয়ে দারুণ আশাবাদী আগামী অলিম্পিকে। গত অলিম্পিকে রিও ডি জেনিরোয় ১২টি স্বর্ণপদক জিতেছিল জাপান। পদক তালিকায় ষষ্ঠ স্থানে থেকে শেষ করেছিল। কিন্তু টোকিও’তে তাদের নিয়ে দ্বিগুণেরও বেশি স্বর্ণপদক জেতার আশাবাদ জানিয়েছেন তিনি। সাবেক অলিম্পিক জুডো চ্যাম্পিয়ন ইয়ামাশিতা এ বিষয়ে বলেন, ‘আমার কেবলই মনে হচ্ছে রিওতে আমরা যা করেছি তারচেয়ে আড়াই গুণ বেশি ভাল করা সম্ভব আগামী অলিম্পিকে।’ মূলত তার এই বিশ্বাসটা জমেছে সাম্প্রতিক সময়ে জিমন্যাস্টিক্স, টেবিল টেনিস ও ব্যাডমিন্টনে জাপানের দারুণ সাফল্য দেখে। তিনি আরও বলেন, ‘এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত, টেকনিক্যাল কমিটির সঙ্গে এর কোন সংশ্লিষ্টতা নেই।’
×