ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভবদহ সমস্যা নিরসন দাবিতে পদযাত্রা ১৬-১৯ নবেম্বর

প্রকাশিত: ০৪:২২, ২৫ অক্টোবর ২০১৭

ভবদহ সমস্যা নিরসন দাবিতে পদযাত্রা ১৬-১৯ নবেম্বর

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি পদযাত্রার কর্মসূচী ঘোষণা করেছে। আগামী ১৬ থেকে ১৯ তারিখ ভবদহ স্লুইস গেট থেকে যশোর জেলা প্রশাসক অফিস পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে ওয়ার্কার্স পার্টি যশোর জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচী ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ভবদহের জলাবদ্ধ জনপদ ও জনগণ সীমাহীন অবহেলা ও পাহাড়প্রমাণ দুর্নীতির ঘেরাটোপে আটকা পড়েছে। তার কারণে বিলকপালিয়ার টিআরএম প্রকল্প অনিশ্চয়তার মুখে পড়েছে। একটা শক্তিশালী স্বার্থানে¦ষী মহল টিআরএম যাতে না হয় তার জন্য তৎপর। গত ১৯ অক্টোবর পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের কণ্ঠে তারই প্রতিধ্বনি শোনা গেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, মন্ত্রী বলেছেন, ‘এ বছর ভবদহে কোন বন্যা হয়নি। ভবহের কৃষকরা এবার ফসল বাড়ি নিতে পেরেছেন। সেখানে ভাল ফসল হয়েছে। ওই দিন রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিডিপি) উদ্যোগে ‘বন্যা ২০১৭ পরিস্থিতি ও উত্তরণ’ শীর্ষক সংলাপে মন্ত্রী ওই মন্তব্য করেন।’ বলা হয়, পানিসম্পদমন্ত্রীর ওই বক্তব্যে স্বার্থবাদী মহল উৎসাহিত হয়েছে। তাদের পাহাড়প্রমাণ দুর্নীতি ধামাচাপা দেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তাছাড়া দেশের সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা ও দেশবাসীকে বিভ্রান্ত করা সহজ হয়েছে। সেই তথ্য বিকৃতির ফাঁদে পড়ে ভবদহ এলাকার কৃষক জনগণের অনির্ধারিত ভবিষ্যত অন্ধকারে ঢাকা পড়তে বসেছে। ভবদহের জনগণের চরম দুর্দশা পুঁজি করে এক আত্মস্বার্থসর্বস্ব কায়েমি স্বার্থবাদী মহলের খেলা চলছে। অতীতে যারা বিলকপালিয়ার টিআরএম ষড়যন্ত্রে যুক্ত ছিল, সেই একই স্বার্থবাদী মহল এখনও তৎপর। মন্ত্রীর কথাবার্তায় বোঝা যায় তাদের হাত অনেক লম্বা। মন্ত্রী যা বললেন তা সত্যের অপলাপ। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ সংবাদ সম্মেলন থেকে আগামী মাঘী পূর্ণিমার আগেই বিলকপালিয়ায় টিআরএম চালু, মানবিক বিপর্যয় রোধে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, হরিহর, আপারভদ্রা ও বুড়িভদ্রায় জরুরী ভিত্তিতে পলি অপসারণ করা, সব খাল পুনরুদ্ধার ও অবমুক্ত করা, পানি প্রবাহে প্রতিবন্ধক পাটা প্রভৃতি দাবি জানান হয়।
×