ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিএনডির জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দু’সপ্তাহের মধ্যে শুরু হবে ॥ পানি সম্পদমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৪, ১৬ অক্টোবর ২০১৭

ডিএনডির জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দু’সপ্তাহের  মধ্যে শুরু হবে ॥ পানি সম্পদমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের অভ্যন্তরে জলাবদ্ধতা নিরসনকল্পে ৫শ’ ৫৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ আগামী দু’সপ্তাহের মধ্যে শুরু হবে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ কাজ সম্পন্ন হবে। পানি নিষ্কাশনের জন্য ৫১২ কিউসেক ক্ষমতাসম্পন্ন পাম্পের ৬ গুণ ৩ হাজার ২৬১ কিউসেক ক্ষমতাসম্পন্ন পাম্প বসানো হবে। ডিএনডিবাসী আগামী ২০১৯ সালের মধ্যে এ প্রকল্পের কাজের সুফল ভোগ করতে পারবে। রবিবার বেলা আড়াইটায় নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টার মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম বীর প্রতীক, সংসদ সদস্য একেএম শামীম ওসমান, আবু হোসেন বাবলা, ড. সানজিদা খানম, হোসনে আরা বাবলী, লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল প্রমুখ। সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, ডিএনডি বাঁধের ভেতরে ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে ভোগান্তিতে রয়েছে। এই ডিএনডির ভেতর দেড় হাজার শিল্পকারখানা রয়েছে। আমি ২০১৪ সালে সংসদে পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের কাছে ডিএনডির জলাবদ্ধতার সমস্যা নিয়ে প্রথম প্রশ্ন করেছিলাম। তারা চেষ্টা করেছেন কিন্তু কূলকিনারা হয় নাই। এক পর্যায়ে আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, হয় ডিএনডিবাসীর জলাবদ্ধতা সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে, না হয় আমাকে পদত্যাগ করতে হবে।
×