ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্রীড়াসামগ্রী আনছে এ্যামাজন

প্রকাশিত: ০৪:৫৯, ১৬ অক্টোবর ২০১৭

ক্রীড়াসামগ্রী আনছে এ্যামাজন

ক্রীড়াসামগ্রী আনছে মার্কিন ই-কর্মাস প্রতিষ্ঠান এ্যামাজন ডটকম। এজন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে নাইকির সঙ্গে কাজও শুরু করেছে এ্যামাজন। ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রীড়াসামগ্রী উৎপাদন করে এর বাজার ধরতে চায় এ্যামাজন। নাইকি এবং লুলুলেমনের মতো ব্র্যান্ড হিসেবে নাম কামাতে চায় এ্যামাজন। যদিও এ্যামাজন ক্রীড়াসামগ্রী উৎপাদনের প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে কয়েকটি প্রতিষ্ঠান এ্যামাজনের ক্রীড়াসামগ্রী কিনতে আগ্রহ প্রকাশ করেছে। এতে বোঝা যায়, ক্রীড়াসামগ্রী নিয়ে এ্যামাজন বাজারে এলে নাম কামাতে পারবে। এ্যামাজন জানিয়েছে, তারা তৃতীয় পক্ষ থেকে এসব সামগ্রী তৈরি করাবে না। নিজেরাই উৎপাদন করবে। এসব সামগ্রী বিক্রি হবে এ্যামাজনেই। -অর্থনৈতিক রিপোর্টার কর বিষয়ে সচেতনতায় তারকারা চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপন- এই তিন মাধ্যমেই জুটি হিসেবে পাওয়া গেছে জনপ্রিয় মুখ জাহিদ হাসান ও মৌসুমীকে। তারা আবারও আসছেন। এবার সচেতনতামূলক কাজে তাদের দেখা যাবে। প্রতিবারের ন্যায় এবারও ১ নবেম্বর শুরু হবে আয়কর মেলা। এর আয়োজক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মেলা উপলক্ষে বেশ জোর প্রচারণায় নেমেছে রাজস্ব বোর্ড। সমাজের নানা স্তরের ব্যক্তিদের নিয়ে চলছে প্রচার। সে ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে নাটিকা। আর এতেই দেখা যাবে জাহিদ ও মৌসুমীকে। এটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। গত শনিবার সকাল থেকে বিএফডিসিতে শুরু হয়েছে এর কাজ। জাহিদ জানান, মানুষকে কর দিতে উৎসাহ করার জন্যই এ নাটিকাটি নির্মিত হচ্ছে। আসন্ন রাজস্ব মেলা উপলক্ষে এটি প্রচার হবে। জাহিদ হাসান, মৌসুমী ছাড়াও নাটিকাটিতে অভিনয় করেছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। -অর্থনৈতিক রিপোর্টার
×