ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন কোম্পানির উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত: ০৪:১৯, ১২ অক্টোবর ২০১৭

তিন কোম্পানির উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির চারজন উদ্যোক্তা ও উদ্যোক্তা পরিচালক তাদের হাতে থাকা শেয়ারের মধ্যে থেকে ৪০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি তিনটি হলো : ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং এনসিসি ব্যাংক। জানা গেছে, ইউনিয়ন ক্যাপিটালের উদ্যোক্তা আব্দুস সালামের কাছে থাকা ৮৮ লাখ ৪ হাজার ৮৪টি শেয়ারের মধ্যে ৩৮ লাখ ৪ হাজার ৮৪টি শেয়ার, এনসিসি ব্যাংকের উদ্যোক্তা মিনহাজ কামাল খান ৪ লাখ ৪৭ হাজার ৩০৪টি শেয়ারের মধ্যে ৫০ হাজার শেয়ার এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক আবু তাহের ২০ লাখ শেয়ারের মধ্যে ১ লাখ শেয়ার ও এটিএম রফিক ৮ লাখ ৮৫ হাজার ৭৩৯টি শেয়ারের ৪০ হাজার ২০০টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষিত এ সব শেয়ার বর্তমান বাজার দরে বিক্রি সম্পন্ন করবে উদ্যোক্তা ও উদ্যোক্তা পরিচালকরা। -অর্থনৈতিক রিপোর্টার
×