ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৪৪ পরিবারে বিদ্যুত সংযোগ

প্রকাশিত: ০৪:২৯, ৬ অক্টোবর ২০১৭

১৪৪ পরিবারে বিদ্যুত সংযোগ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৫ অক্টোবর ॥ অবশেষে অন্ধকার ঘুচে আলো জ্বললো চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ১৪৪ পরিবারে। বৃহস্পতিবার বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন সংসদ সদস্য এ্যাডভোকেট মকবুল হোসেন। বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন, পাবনা পল্লীবিদ্যুত সমিতি-১ এর জেনারেল ম্যানেজার শাহ জুলফিকার হায়দার পিইঞ্জ, চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আহসান হাবীব। পশু পালন প্রশিক্ষণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুর উপজেলার বজরা উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার হলরুমে দুই দিনব্যাপী দারিদ্র্য বিমোচনে গরু পালন প্রকল্পের আটজন উপকারভোগীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বজরা উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে উপকারভোগীদের প্রশিক্ষণ শেষ হয়। পরে সংস্থার প্রধান নির্বাহী সুজা মিয়া সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ উপজেলা ফেডারেশন সমন্বয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, বজরা ইউপি সদস্য এনামুল হক, প্রাণিসম্পদ পল্লী চিকিৎসক মাঈদুল ইসলাম, এফও নূর আলম প্রমুখ।
×