ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তা

প্রকাশিত: ০৪:২২, ৬ অক্টোবর ২০১৭

মুন্সীগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তা

স্টাফ রিপোর্টার , মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসার শহিদুল ইসলাম টিটু ১শ’ ১৭ গ্রাহকের নামে প্রায় সাড়ে ৩ কোটি টাকা লোন নিয়ে আত্মসাত করেছে। এ সকল গ্রহক মাত্র ৫০ হাজার টাকা লোন নিলেও এখন ব্যাংক থেকে চিঠি পেয়েছেন তাদের নামে থাকা লাখ লাখ টাকা লোন পরিশোধের জন্য। এ রকম চিঠি পেয়ে ভুক্তভোগীদের মাথায় হাত। উপায় না দেখে ইসলামী ব্যাংক মুন্সীগঞ্জ শাখার জালিয়াতির শিকার শতাধিক ভুক্তভোগী গ্রাহক সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করেন তারা। পরে শহরে এক মৌন মিছিল বের করে ইসলামী ব্যাংক ঘেরাও করেন ভুক্তভোগী সংবাদ সম্মেলনকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং গ্রাকদের পক্ষে ৪ জনকে ম্যানেজারের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেবার ব্যবস্থা করে। সাধারণ গ্রাহকদের পক্ষে নাজিম উদ্দিন মাদবর বলেন, আমরা ১শ’ ১৭ গ্রাহক। প্রত্যেকের নামে ৫০ হাজার টাকা করে আমরা লোন নেই। কিন্তু ৫০ হাজারের পরিবর্তে ৩ লাখ টাকা লোন তুলে জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক মুন্সীগঞ্জ শাখার ফিল্ড অফিসার শহিদুল ইসলাম টিটু প্রায় সাড়ে ৩ কোটি টাকা আত্মসাত করে পালিয়ে যায়। তিনি আরও বলেন, শহিদুল ইসলাম টিটু আমাদের লোন করিয়ে দেবে বলে আমাদের সকলের কাছ থেকে ছবি, জাতীয় পরিচয়পত্র নিয়ে যায় এবং বেশ কয়েটি ফর্মে সই/টিপ সই নেয়। টিটু মহাখালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান থাকাকালীন আমাদের নামে ট্রেড লাইসেন্স বানিয়ে আমাদের সকলের নামে ব্যাংক থেকে লোন উঠিয়ে মোটা অঙ্কের টাকা আত্মসাত করলেও আমরা তা জানতে পারিনি। আমাদের প্রত্যেকের নামে মাত্র ৫০ হাজার টাকা করে লোন তুলেছি। অথচ আমাদের কারো কারো নামে ৩ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করে যা আমরা কেউ জানিও না। এ বিষয়ে ব্যাংক কর্তৃক আমাদের কাছে ব্যাংক লোন নেয়ার টাকা পাবে বলে আমাদের চিঠি ইস্যু করলে আমরা ১শ’ ১৭ গ্রাহক এ বিষয়ে জানতে পারি। আমাদের নামে এত টাকা লোন আছে বলে আমরা ইতোপূর্বে কোনদিন জানতেও পারিনি। কিভাবে আমাদের নামে ব্যাংক থেকে অতিরিক্ত ওই টাকা ওঠানো হয়েছে এ বিষয়ে আমরা কিছুই জানি না। এ বিষয়ে ইসলামী ব্যাংক ম্যানেজার সেলিম মিয়া জানায়, ফিল্ড অফিসার শহিদুল ইসলাম টিটুর বিরুদ্ধে ২ কোটি ৫০ লাখ টাকার মামলা করা হয়েছে। ইতোমধ্যে মামলা দুদকে চলে গেছে। সাধারণ মানুষের টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাত করার কারণেই ব্যাংক বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ বিষয়ে দুদকে তদন্ত চলছে।
×