ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রোহিত শর্মার উল্লম্ফন

প্রকাশিত: ০৫:৪১, ৪ অক্টোবর ২০১৭

রোহিত শর্মার উল্লম্ফন

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দুর্দান্ত নৈপুণ্যের ফল পেলেন রোহিত শর্মা। আইসিসি র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় চার ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন তুখোড় এ ওপেনার। বর্তমানে তার রেটিং ৭৯০। সিরিজে পাঁচ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরিতে সর্বোচ্চ ২৯৬ রান সংগ্রহ করেছেন তিনি। তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বিরাট কোহলি। ৮৭৭ রেটিং নিয়ে সবার ওপরেই রয়েছেন ভারতীয় অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ইনিংসে ১৮০ রান করেন তিনি। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় থেকে চতুর্থ স্থানে যথাক্রমে-অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকান হার্ডহিটার উইলোবাজ এবি ডি ভিলিয়ার্স ও ইংল্যান্ডের জো রুট। মাঠে গড়াল প্রথম বিভাগ কাবাডি স্পোর্টস রিপোর্টার ॥ ‘এ্যাডটাচ প্রথম বিভাগ কাবাডি লীগ’ পল্টনের কাবাডি স্টেডিয়ামে মঙ্গলবার থেকে শুরু হয়েছে। প্রথমদিনের খেলায় স্টার স্পোর্টিং ক্লাব ৪০-৩৯ পয়েন্টে সানশাইন স্পোর্টিং ক্লাবকে এবং স্বর্ণালী সংসদ ৭২-২২ পয়েন্টে অর্বাচীন ক্রীড়াচক্রকে হারিয়ে শুভসূচনা করে। প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় লীগের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম আজাদ (ব্যবস্থাপনা পরিচালক, বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড)। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান।
×