ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

প্রকাশিত: ০৫:১৯, ২৯ সেপ্টেম্বর ২০১৭

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কামরাঙ্গীরচর ও যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে কামরাঙ্গীরচর হাক্কুল এবাদ লোহারপুল সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোঃ আলী (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে একই সময়ে শনিরআখড়া বাসস্ট্যান্ডে লেগুনায় ওঠার চেষ্টা করছিলেন অজ্ঞাত (৫০) এক পথচারী। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, মৃত ব্যক্তির পকেটে কিছু ভিজিটিং কার্ড পাওয়া যায়। যাতে লেখা নাম মোঃ আব্দুর রশিদ। প্রফেসর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। পরে দুই জনের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কবর থেকে তিমি উত্তোলন অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে কবর দেয়া ৪০ ফুট দীর্ঘ একটি তিমিকে কবর থেকে তোলা হয়েছে। মারা যাওয়ার পর তিমি মাছটিকে সৈকতেই কবর দেয়া হয়েছিল। নোবি সৈকত সংলগ্ন তিন হাজারের বেশি বাসিন্দার দায়ের করা এক পিটিশনের প্রেক্ষাপটে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ তিমিটির লাশ কবর থেকে উত্তোলন করতে বাধ্য হয়েছে। -বিবিসি রোগ নির্মূলে ভ্রুণ সম্পাদনা মানুষের ভ্রুণে সঠিকভাবে রাসায়নিক অস্ত্রোপচার করে রোগ সারানো সম্ভব হয়েছে। চীনা গবেষকরা বলেন, এই ধরনের পরীক্ষা এবার প্রথম সফল হয়েছে। সান ইয়াৎ সেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেন, চিকিৎসার এ প্রক্রিয়ার মাধ্যমে মানুষের শরীরে পূর্ব পুরুষের কাছ থেকে পাওয়া রোগও দূর করা যাবে। ভ্রুণ সম্পাদনা করে মানুষের শরীর থেকে জিনগত রোগ দূর করার এটাই প্রথম দৃষ্টান্ত। -বিবিসি
×