ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বার্সিলোনার স্প্যানিশ মিডফিল্ডারের বাবার অভিমত

ইনিয়েস্তা কখনই অন্য জার্সি পরবে না

প্রকাশিত: ০৫:৩৬, ৯ সেপ্টেম্বর ২০১৭

ইনিয়েস্তা কখনই অন্য জার্সি পরবে না

স্পোর্টস রিপোর্টার ॥ গত গ্রীষ্মকালীন দলবদলেই বার্সিলোনা ছেড়েছেন নেইমার। দলবদলের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়ায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সাবেক বার্সিলোনার এবং সান্তোস ফরোয়ার্ডকে দলে ভেড়াতে পিএসজির গুনতে হয় ২২২ মিলিয়ন ইউরো। নেইমারের ন্যুক্যাম্প ছাড়ার পর দলের সেরা তারকা লিওনেল মেসিকে নিয়েও তৈরি হয় নতুন গুঞ্জন। কাতালান ক্লাবটি ছাড়তে পারেন আর্জেন্টাইন স্ট্রাইকারও। কেননা এলএম টেনের সঙ্গে নাকি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়নি। এর মধ্যেই বার্সা ছাড়ার গুঞ্জন স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার। যদিওবা তার বাবা জোসে এ্যান্তনিও ইনিয়েস্তা বলছেন ভিন্ন কথা। তার মতে কখনই অন্য কোন ক্লাবের জার্সি পরবেন না বার্সিলোনার মাঝমাঠের প্রাণভোমরা। এ প্রসঙ্গে ইনিয়েস্তার বাবা বলেন, ‘আমি প্রতিদিনই ছেলের সঙ্গে কথা বলি এবং যতদূর জানি সে কখনই মিথ্যা কথা বলে না। পেশাদার মানসিকতার বিচারে এ বিষয়ে আমি নিশ্চিত যে, সে কখনই বার্সিলোনা ছাড়া অন্য কোন দলের জার্সি পরবে না।’ গ্রীষ্মকালীন দলবদলে বার্সিলোনার সাম্প্রতিক কর্মকা-ে আন্দ্রেস ইনিয়েস্তা নিজেই ন্যুক্যাম্পে তার ভবিষ্যত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তবে ইতিবাচক খবরই শোনালেন ট্রান্সফার মার্কেটে ব্যর্থতার জেরে কঠিন চাপের মুখে থাকা বার্সিলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ। ইনিয়েস্তার সঙ্গে চুক্তির ব্যাপারে সবুজ সঙ্কেতই দিয়েছেন তিনি। সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত এবং মুন্ডো দেপোর্তিভোকে দুটি ভিন্ন সাক্ষাতকার দেন বার্তোমেউ। সেখানে তিনি ইনিয়েস্তার সঙ্গে চুক্তির ব্যাপারে ঐকমত্যে পৌঁছার ঘোষণা দেন। এ বিষয়ে বার্তোমেউ বলেন, ‘আমরা ইতোমধ্যেই চুক্তি নবায়নের ব্যাপারে মৌলিক বিষয়গুলো নিয়ে ঐকমত্যে পৌঁছেছি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি চূড়ান্ত করার ব্যাপারে আমরা আশাবাদী। ইনিয়েস্তা এমন একজন খেলোয়াড় আমরা যাকে ক্লাবে দেখতে চাই।’ তবে ইনিয়েস্তার সঙ্গে যে লম্বা চুক্তি করা হবে না সেটিও জানিয়েছেন বার্তোমেউ। এ বিষয়ে তার অভিমত হলো, ‘আমাদের পরিকল্পনা হলো উন্মুক্ত চুক্তি করা যেটি প্রতি বছরই নবায়নের সুযোগ থাকবে; যতক্ষণ না সে অবসর কিংবা পরিবর্তনের (ক্লাব বদল) সিদ্ধান্ত না নেয়।’ জানিয়ে রাখা ভাল যে, স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনার যুব একাডেমিতে বেড়ে ওঠার পর ক্যারিয়ারের পুরোটা সময়ই ন্যুক্যাম্পে কাটিয়ে আসছেন ইনিয়েস্তা। কাতালান ক্লাবটির অধিনায়কের দায়িত্বও পালন করছেন তিনি।
×