ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে ৩৭ ভিক্ষুককে পুনর্বাসন

প্রকাশিত: ০৫:১২, ২৭ আগস্ট ২০১৭

গোপালগঞ্জে ৩৭ ভিক্ষুককে পুনর্বাসন

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৬ আগস্ট ॥ গোপালগঞ্জে ৮ লাখ টাকা ব্যয়ে ৩৭ ভিক্ষুককে ব্যবসাসহ বিভিন্ন কাজে পুনর্বাসিত করেছে সদর উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে ৯ জনকে মুদি দোকান, ২ জনকে চায়ের দোকান, ২২ জনকে হাঁস-মুরগি পালন, ১ জনকে পিঠার দোকান, ১ জনকে বুকস্টল ও ২ জনকে ভ্রাম্যমাণ দোকান বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা অধিদফতরের সহযোগিতায় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এসব পণ্য উপকারভোগীর হাতে তুলে দেন। এর আগে এ উপলক্ষে হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান শ্রীভাষ বিশ্বাস, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চুসহ অনেকে।
×