ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অষ্টম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রকাশিত: ০৬:৩১, ১২ আগস্ট ২০১৭

অষ্টম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রথম অধ্যায় প্রস্তুতি-১ বহুনির্বাচনী-১১ ১। যোগীর কাছে ঈশ্বর- (ক) ব্রক্ষ্ম (খ) ভগবান (গ) পরমাত্মা (ঘ) পরমেশ্বর। ২। সকল জীবের মধ্যে চৈতন্যবোধ জাগ্রত করেন কে? (ক) ঈশ্বর (খ) ভগবান (গ) ব্রক্ষ্ম (ঘ) পরমেশ্বর। নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ সজল তার বন্ধুদের কাছে বলেছে সে আর কোন পাপ কাজ করবে না। সে চায় পৃথিবীতে তার যেমন নিষ্পাপভাবে জন্ম হয়েছিল, ঠিক তেমনি বাকী জীবনটা পুর্ন্যাজন করেই মৃত্যুবরণ করতে। ৩। সজলের মধ্যে কোন গ্রন্থের জ্ঞান কাজ করেছে? (ক) যজুর্বেদ (খ) অথর্ববেদ (গ) শ্বেতাশ্বতর উপনিষদ (ঘ) কঠোপনিষেদ। ৪। সজলের উক্ত কাজের মুখ্য উদ্দেশ্য- (র) পারলৌকিক সুখ (রর) ইহলৌকিক সুখ (ররর) আত্মিক সুখ। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর । ৫। সকল জীব কিসের জালে আবদ্ধ ? (ক) মোহের জালে (খ) মমতার জালে (গ) মায়ার জালে (ঘ) সুখের জালে। ৬। মানুষ সাধারণভাবে ধর্মভীরু। বাক্যটিতে কী বোঝানো হয়েছে ? (ক) ধর্মপালন করে (খ) ধর্মপালন করে না(গ) বৈরাগ্যতা (ঘ) ধর্মহীনতা। ৭। অ উ ম -এই তিনটি অক্ষর দ্বারা বোঝায় (র) বিষ্ণু (রর) মহেশ্বর (ররর) ব্রক্ষ্মা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর । ৮। যজুর্বেদ হিন্দুধর্মের কেমন গ্রন্থ ? (ক) সাধারণ (খ) মৌলিক (গ) গুরুত্বহীন (ঘ) আংশিক। ৯। ভগবান কার ডাকে সাড়া দেন - (ক) ধ্যাণীর (খ) জ্ঞানীর (গ) যোগীর (ঘ) ভক্তের। ১০। ঈশ্বরের রূপ হচ্ছে- (র) ভগবান (রর) ব্রক্ষ্ম (ররর) গুণময়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর । ১১। ভক্তরা ঈশ্বরের অস্তিত্ব খুঁজে বেড়ান? (ক) এক জীবে (খ) দু’জীবে (গ) সর্বজীবে (ঘ) বহুজীবে।
×