ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীর আজকের প্রতিপক্ষ শেখ রাসেল

প্রকাশিত: ০৫:৫৭, ১২ আগস্ট ২০১৭

শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীর আজকের প্রতিপক্ষ শেখ রাসেল

স্পোর্টস রিপোর্টার ॥ শীর্ষে যাওয়াটা কঠিন, তবে শীর্ষস্থান ধরে রাখা আরও কঠিন। ‘সাইফ পাওয়ার ব্যাটারি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করা চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সামনে আজ শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জে তাদের প্রতিপক্ষ সাত নম্বরে থাকা শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দু’দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। চলমান লীগে এ পর্যন্ত মাত্র দুটি দলই তাদের সবগুলো খেলায় জিতে শতভাগ পয়েন্ট পেয়েছে। এরা হলো চট্টগ্রাম আবাহনী লিমিটেড এবং শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড। উভয়দলই তিন খেলায় জিতে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোলগড়ে এগিয়ে থাকায় ‘বন্দরনগরীর দল’ চট্টগ্রাম আবাহনীই (+৫) আছে এক নম্বরে। তিনবারের লীগ শিরোপাধারী ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত জামাল (+৪) আছে দুই নম্বরে। পক্ষান্তরে ৩ খেলায় ১ জয়, ১ ড্র ও ১ হার নিয়ে ৪ পয়েন্ট নিয়ে একবারের লীগ চ্যাম্পিয়ন ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত শেখ রাসেল আছে সাত নম্বরে (১২ দলের মধ্যে)। এবারের লীগে চট্টলার দলটিই একমাত্র দল যারা এখনও কোন গোল হজম করেনি। বোঝাই যাচ্ছে গত লীগের রানার্সআপধারীদের রক্ষণভাগ খুবই সুদৃঢ়। তবে ফুটবলে যেহেতু অসম্ভব বলে কিছু নেই সেহেতু নিশ্চিতভাবেই আজ শেখ রাসেলের ফরোয়ার্ডরা চাইবেন আবাহনীর রক্ষণদুর্গ ভেঙ্গে তছনছ করে কাক্সিক্ষত গোল আদায় করে নিতে। তাই বলে চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ডরাও নিশ্চয়ই নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকবেন না মাঠে। তারাও ঝাঁপিয়ে পড়বেন রাসেলের সীমানায় এবং আদায় করে নিতে চাইবেন গোল। ফলে লড়াইটা হতে পারে সেয়ানে সেয়ানে। দর্শকরা আজ একটি উপভোগ্য-আক্রমণাত্মক ম্যাচ দেখার আশা করতেই পারেন। এবারের লীগে চট্টগ্রাম আবাহনী নিজেদের প্রথম ম্যাচে ফরাশগঞ্জকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করে। দ্বিতীয় ম্যাচেও হারায় মোহামেডানকে ১-০ গোলে। তৃতীয় ম্যাচেও টিম বিজেএমসিকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখে। পক্ষান্তরে রাসেল নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে হারিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদকে। কিন্তু এই শুভসূচনা থমকে যায় দ্বিতীয় ম্যাচেই, ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করে। তৃতীয় ম্যাচে তো হেরেছে শেখ জামালের কাছে ১-২ গোলে। গত লীগে প্রথম মোকাবেলায় চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারিয়েছিল শেখ রাসেলকে। ফিরতি সাক্ষাতে অবশ্য দুই দলের খেলার স্কোরলাইন ছিল ০-০। এখন দেখার বিষয় আজকের খেলায় চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে তাদের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে টেনে নামিয়ে এক লাঠে সাত থেকে তিনে উঠে আসতে পারে কি না শেখ রাসেল।
×