ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেইমারের পেছনে বেশি খরচ হয়েছে!

প্রকাশিত: ০৬:৩৪, ১১ আগস্ট ২০১৭

নেইমারের পেছনে বেশি খরচ হয়েছে!

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারকে দলভুক্ত করতে সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে ফেলেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। বিশ্বরেকর্ড গড়ে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো খরচ হয়েছে ফরাসী জায়ান্টদের। যা একটি ইতিহাস। নেইমারের পেছনে এমন অর্থ খরচকে অতিরঞ্জিত হিসেবে অভিহিত করেছেন জার্মান ক্লাব বেয়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কার্ল হেইঞ্জ রুমেনিগে। তিনি জানান, তারা কখনই নেইমারের পেছনে ২২২ মিলিয়ন ইউরোর বিশাল অর্থ ব্যয় করতেন না। বরং সম্ভব হলে ওই অর্থ দিয়ে একটি স্টেডিয়াম বানাতেন। রুমেনিগে বলেছেন, ট্রান্সফার ব্যয় যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে সেটা ভবিষ্যতের জন্য খুব একটা সুখকর কিছু বয়ে আনবে না। সাক্ষাতকারে তিনি বলেন, নেইমারের এই দলবদলের সময় আমি নিজেকে নিজেই প্রশ্ন করেছি, আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। নেইমার নাকি এ্যালিয়েঞ্জ এ্যারানা। এক্ষেত্রে নিঃসন্দেহে আমি এ্যালিয়েঞ্জ এ্যারানাকেই বেছে নিব। কারণ সেটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। বেয়ার্ন মিউনিখে আমাদের ভিন্ন নীতি আছে। সবমিলিয়ে নেইমারের পিছনে যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় খুব বেশি হয়ে গেছে। জামার্ন বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা ২০০৫ সালে নতুন স্টেডিয়াম বানানোর জন্য ৩৪৬ মিলিয়ন ইউরো ঋণ নিয়েছিল। ২৫ বছরে তা শোধ দেয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ১৬ বছর আগে ২০১৪ সালেই ঋণ পরিশোধ করেছিল তারা।
×