ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাফ অ-১৮ এবং এএফসি অ-১৯ চ্যাম্পিয়নশিপ

প্রাথমিক ক্যাম্পে ডাক পেলেন ৩৫ ফুটবলার

প্রকাশিত: ০৪:৩১, ১০ আগস্ট ২০১৭

প্রাথমিক ক্যাম্পে ডাক পেলেন  ৩৫ ফুটবলার

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৮-২৭ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে সাফ অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপ এবং অক্টোবরে তাজিকিস্তানে অনুষ্ঠিত হবে এএফসি অনুর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। এ দুটি টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩৫ ফুটবলারকে প্রাথমিক ক্যাম্পে ডেকেছে। ইতোমধ্যে অনুর্ধ-১৮ দলের ফুটবলাররা নেমে পড়েছেন প্রস্তুতিতে। এদিকে ফিলিস্তিনে এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শেষ করে ছুটিতে গিয়েছিলেন হেড কোচ এ্যান্ড্রু অর্ড। বুধবার সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন তিনি। তার আগেই ডাক পাওয়া খেলোয়াড়রা রিপোর্ট করেছেন ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কাছে। আজ বৃহস্পতিবার অর্ডের অধীনে শুরু হবে অনুশীলন। ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলাররা হলেন : বিপলু আহমেদ (মোহামেডান), বিশ্বনাথ ঘোষ (শেখ রাসেল), রাকিব, নিপু (শেখ জামাল), টুটুল হোসেন বাদশা (আবাহনী), জাফর (চট্টগ্রাম আবাহনী), আলমগীর, মনিরুল, অসাই মং, মুন্না (মুক্তিযোদ্ধা), অনিক, মাহবুব, আতিক, প্রিতম (আরামবাগ), লিঙ্কন, লিমন (রহমতগঞ্জ), সুজন, সাঈদ (ফরাশগঞ্জ), রহমত, সাদ্দাম, স্বাধীন, রিয়াদ, আল-আমিন (সাইফ এসসি), ইসা ফয়সাল (পুলিশ), সাব্বির, সাইফ (ভিক্টোরিয়া), আরমান, আবু সৈয়দ (অগ্রণী ব্যাংক), আওরঙ্গজেব (বাসাবো তরুণ সংঘ), ইমন, মার্কনি জয় তুদু, শান্ত রায় (বিকেএসপি), মেহেদী হাসান ফাহাদ (যশোর), ওমর ফারুক মিঠু (কুড়িগ্রাম)।
×