ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের প্রতি জনসমর্থন ৭ শতাংশ কমেছে

প্রকাশিত: ০৬:২৪, ৫ আগস্ট ২০১৭

ট্রাম্পের প্রতি  জনসমর্থন  ৭ শতাংশ কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন আরেক দফা কমেছে। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে হোয়াইট হাউসের দুর্বল তৎপরতাকে কেন্দ্র করে ট্রাম্পের প্রতি মার্কিন জনসমর্থনে ধস নেমেছে বলে মতামত জরিপে উঠে এসেছে। খবর ওয়েবসাইটের। কূইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের মতামত জরিপে মাত্র ৩৩ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের প্রতি তাদের সমর্থনের কথা ব্যক্ত করেন। অন্যদিকে ট্রাম্পের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ৬১ শতাংশ মানুষ। জুনের শেষ সপ্তাহে পরিচালিত একই ধরনের মতামত জরিপে ট্রাম্পের প্রতি ৪০ শতাংশ মার্কিন নাগরিক সমর্থন ব্যক্ত করেছিল। বর্তমানে তা আরও ৭ শতাংশ কমেছে বলে সর্বশেষ মতামত জরিপে উঠে এসেছে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের মতামত জরিপে বলা হয়েছে, পররাষ্ট্র নীতি, অর্থনীতি, অভিবাসী, স্বাস্থ্যসেবা এবং সন্ত্রাসবাদের বিষয়ে ট্রাম্প সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছেন বলে মার্কিন জনগণ মনে করছেন। বেশিরভাগ মার্কিন নাগরিক মনে করছেন, ট্রাম্প সৎ নন। এছাড়া তার মধ্যে নেতৃত্বের দক্ষতা নেই এবং তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারেননি। সর্বোপরি তিনি মার্কিন ভোটারদের মতামতের প্রতি তোয়াক্কা করেননি বলেও ধারণা করা হচ্ছে।
×