ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আধুনিকায়ন করা হবে ময়মনসিংহ মেডিক্যাল ॥ রওশন

প্রকাশিত: ০৪:৩২, ৩১ জুলাই ২০১৭

আধুনিকায়ন করা হবে ময়মনসিংহ  মেডিক্যাল ॥  রওশন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ জাতীয় সংসদে বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এমপি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস মেশিন, ক্যাথল্যাব ও প্রয়োজনীয় যন্ত্রপাতি বরাদ্দসহ বর্তমান সঙ্কটের সমাধানে আশ্বাস দিয়ে বলেছেন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণে পদক্ষেপ নেয়া হবে। তিনি রবিবার বিকেলে হাসপাতাল পরিচালকের কক্ষে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় এই আশ্বাস দেন। বিরোধী দলের নেতা এ সময় আরও বলেন, প্রায় আড়াই কোটি মানুষের চিকিৎসার জন্য ভরসাস্থল ময়মনসিংহ মেডিক্যালের আধুনিকায়নে সবকিছুই করা হবে। বেগম রওশন এরশাদ এমপির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাপসাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দিন আহমদ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ আনোয়ার হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ আনম ফজলুল হক পাঠান, বিএমএ, ময়মনসিংহ শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মতিউর রহমান ভুইয়া, চক্ষু চিকিৎসক ডাঃ কে আর ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও নার্স এ্যাসোসিয়েশনের স্থানীয় সভাপতি লুৎফর রহমান।
×