ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তেল উত্তোলন কমিয়ে ভরসা খুঁজছে সৌদি আরব

প্রকাশিত: ০৩:৫৫, ৩১ জুলাই ২০১৭

তেল উত্তোলন কমিয়ে ভরসা খুঁজছে সৌদি আরব

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২০১৪ সালের শেষ সময় থেকেই পড়তির দিকে রয়েছে। পণ্যটির বাজার পুনরুদ্ধারে সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। শেষে অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সেপার্টিং কান্ট্রিজ (ওপেক) সম্মিলিতভাবে পণ্যটির উত্তোলন হ্রাসের বিষয়ে চুক্তি করে। এরপরও বাজারের উন্নতি হয়নি। তবে এ চুক্তির শর্ত বাস্তবায়নে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে জোটভুক্ত দেশগুলো। এরই অংশ হিসেবে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন কমিয়ে এনেছে সৌদি আরব। মে মাসে দেশটি ২০১২ সালের জানুয়ারির পর সবচেয়ে কম পরিমাণে জ্বালানি তেল উত্তোলন করেছে। এর মাধ্যমেই আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক শীর্ষ এ দেশটি। -অর্থনৈতিক রিপোর্টার কাতারের ওপর আরও অবরোধ আসছে কাতারের ওপর নতুন অবরোধ আরোপ করতে যাচ্ছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এ নিয়ে রবিবার বাহরাইনের রাজধানী মানামায় ৪ দেশের মধ্যে এক বৈঠক হয়েছে। সংবাদ মাধ্যম আরব আল হায়াতের খবরে এ তথ্য জানানো হয়। সন্ত্রাসী গোষ্ঠী ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে গত ৫ জুন কাতারের সঙ্গে ৪ দেশ সম্পর্ক ছিন্ন করে। ওইদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপ-সাগরীয় অঞ্চলের ৬ দেশ নিয়ে গঠিত জিসিসিতে ভাঙ্গনের সুর বেজে ওঠে। গত একমাসে তা আরও তীব্র রূপ নিয়েছে। আকাশপথ, স্থলপথ, পানিপথ সবখানেই কাতারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এ ৪ দেশ। যদিও দোহা বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। -অর্থনৈতিক রিপোর্টার
×