ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসএমএসে জানা যাবে বিবিএসের সর্বশেষ তথ্য

প্রকাশিত: ০২:৩২, ২৩ জুলাই ২০১৭

এসএমএসে জানা যাবে বিবিএসের সর্বশেষ তথ্য

স্টাফ রিপোর্টার ॥ সাধারণ নাগরিকদের অর্থনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ের সর্বশেষ তথ্য জানাতে মোবাইল এসএমএএস (মেসেজ) সার্ভিস চালু করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এর মাধ্যমে মোট জনসংখ্যা, ভোক্তা মূল্য সূচক (সিপিআই), মাথাপিছু আয় এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির সর্বশেষ তথ্য জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে ইংরেজিতে ‘বিবিএস নিউজ’ (বড় হাতের অক্ষরে) লিখে ১৬১০৬ নাম্বারে পাঠিয়ে দিতে হবে। ফিরতি মেসেজে এ সংক্রান্ত বিবিএসের সর্বশেষ তথ্য পাওয়া যাবে। এসএমএস প্রতি খরচ হবে ১ টাকা ১৫ পয়সা। রবিবার রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের (সিড) সচিব কে এম মোজাম্মেল হক এই এসএমএস সার্ভিসের উদ্বোধন করেন। বিবিএস মহাপরিচালক আমীর হোসেন, অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাশ, মাহমুদা বেগম এবং এবিএম জাকির হোসাইন এসময় উপস্থিত ছিলেন। জানা গেছে, টেলিটক ব্যবহারকারীরা রবিবার রাত থেকে এই সার্ভিসটি ব্যবহার করতে পারবেন। এছাড়া অন্য সব অপারেটরের মোবাইল নাম্বার ব্যবহারকারীরা আগামী এক সপ্তাহের মধ্যে সার্ভিসটির সুবিধা পাবেন। অনুষ্ঠানে বিবিএসের বিভিন্ন পর্যায়ের ১০ কর্মকর্তাকে পুরস্কার দেয়া হয়। মন্ত্রণালয়গুলোর সঙ্গে সরকারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল চালু হয়েছে। এর অংশ হিসেবে দক্ষতার সাথে কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ তারা এ পুরস্কার পান। পুরস্কার হিসেবে গত জুন মাসে কর্মকর্তাদের উত্তোলিত মূল বেতনের সমপরিমাণ অর্থ, সনদ ও ক্রেস্ট দেয়া হয়। উল্লেখ্য, ‘জনসেবা নিশ্চিত করতে হবে- সঠিক পরিসংখ্যানের হোক এই অঙ্গীকার’ শীর্ষক স্লোগানে এ বছর পাবলিক সার্ভিস দিবস পালন করেছে বিবিএস।
×