ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গৃহহীনদের পুনর্বাসনের ঘোষনা সরকারের

প্রকাশিত: ০৪:৩৯, ২৯ জুন ২০১৭

গৃহহীনদের পুনর্বাসনের ঘোষনা সরকারের

অনলাইন রিপোর্টার ॥ দেশের গৃহহীনদের পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে জুন মাসের বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা দেন ভূমিমন্ত্রী। বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় মন্ত্রী বলেন, সিটি করপোরেশন, ঢাকার পার্শ্ববর্তী জেলা, জেলা সদর বা উপজেলা শহরে গৃহহীনদের পুনর্বাসনে কোনো বাধা থাকতে পারে না। তিনি গুচ্ছগ্রাম, আশ্রয়ন প্রকল্প, একটি বাড়ি একটি খামার প্রকল্প তৈরিতে কোনো আইনি জটিলতা বা প্রতিবন্ধকতা থাকলে তা পদ্ধতিগতভাবে নিরসন করে গৃহহীনদের পুনর্বাসন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, এ দেশে কোনো গৃহহীন থাকবে না। সকল গৃহহীনকে পুনর্বাসন করা হবে। আইনি জটিলতা বা যেকোনো সমস্যা থাকলে তা খতিয়ে দেখা জরুরি। ইতিপূর্বে সরকারি কোনো পরিপত্র বা আদেশ জারি করা থাকলে তা খতিয়ে জনস্বার্থে গৃহহীনদের পুনর্বাসন করতে হবে। সরকারের উন্নয়ন কাজে দীর্ঘসূত্রতা পরিহারের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান শামসুর রহমান শরীফ। সভায় কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান বিষয়ে আলোচনা হয়। প্রতিবছর সারাদেশে কমপক্ষে ৫ হাজার একর কৃষি খাস জমি ২১ হাজার ভূমিহীন পরিবারের মধ্যে বন্দোবস্ত প্রদান নিশ্চিত করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া গৃহহীন ও ভূমিহীনদের তালিকা মোতাবেক গৃহহীন ও ভূমিহীনদের অগ্রাধিকার ভিত্তিতে কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদান এবং গুচ্ছগ্রামে গৃহহীন পরিবারকে পুনর্বাসনের সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয়, ২০১৭ সালের জুন পর্যন্ত রেলওয়ে ও বনবিভাগ থেকে ৮৫৩ কোটি ১৬ লাখ ৮১ হাজার ১৮৭ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে। যার মধ্যে শুধু বন বিভাগ থেকে ৮২৭ কোটি ১৬ লাখ ৮১ হাজার ১৮৭ টাকা আদায় হয়েছে। মন্ত্রী ২০১৭-১৮ অর্থবছরে সারাদেশে ২৬ হাজার গুচ্ছগ্রাম তৈরি করার লক্ষ্য নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। মন্ত্রী জনবান্ধব ভূমি ব্যবস্থা গড়ে তুলতে সকলকে আন্তরিক থাকার আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে ভূমি সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আব্দুল আহাদ, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন, অতিরিক্ত সচিব এ কে ফজলুল হক, অতিরিক্ত সচিব তাজুল ইসলাম, অতিরিক্ত সচিব সিরাজ উদ্দিন আহমেদ, আট বিভাগীয় কমিশনার উপস্থিত ছিলেন।
×