ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৩ ঘণ্টা পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:০৪, ৩০ জুন ২০১৭

১৩ ঘণ্টা পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ঈদে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর বৃহস্পতিবার এক শিক্ষার্থীর লাশ শ্রীপুরে সুতিয়া নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের নাম রাকিবুল ইসলাম (১৬)। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিধাই গ্রামের আবুল কালামের ছেলে। রাকিবুল এ বছর স্থানীয় বিধাই দাখিল মাদ্রাসা থেকে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। স্থানীয়রা জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার বিধাই গ্রামসহ আশপাশের কয়েক গ্রামের ৪০ জন বন্ধুর সঙ্গে ছোট ভাইকে নিয়ে রাকিবুল বুধবার সকালে নৌকা ভ্রমণে বাড়ি থেকে বের হয়। তারা শ্রীপুরের সুতিয়া এবং গফরগাঁও ও কাপাসিয়ার শীতলক্ষ্যা নদীতে দিনভর ঘুরে বেড়ায়। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে কয়েক বন্ধুর সঙ্গে রাকিবুল নৌকার পাটাতনে ঘুমিয়ে ছিল। রাত ৯টার দিকে তারা গাজীপুরে শ্রীপুরের বরমী পাইটালবাড়ী এলাকায় পৌঁছলে ঘুমন্ত রাকিবুল নৌকা থেকে হঠাৎ নদীতে পড়ে সঙ্গে সঙ্গে পানিতে তলিয়ে যায়। এ সময় তার বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে। দৌলতপুরে স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা দৌলতপুর কুষ্টিয়া থেকে জানান, দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নয়ন ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের নিচে পদ্মা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে ডুবুরি দল। পানিতে ডুবে নিহত স্কুলছাত্র নয়ন ঈশ্বরদী বিমানবন্দর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সে পাবনা জেলার ঈশ্বরদী থানার শৈলবাড়িয়া গ্রামের সাজেদুল ইসলামের ছেলে। কয়েকদিন আগে নিকট আত্মীয়ের বিয়ে উপলক্ষে ঈশ্বরদী থেকে দৌলতপুরের ইসলামপুর গ্রামে নানা আব্দুর রাজ্জাকের বাড়িতে বেড়াতে আসে নয়ন। জানা গেছে, বুধবার বিকেলে নয়ন ও তার মামাত ভাই পদ্মা নদীতে গোসল করতে নামে। গোসল করার সময় পা পিছলে হঠাৎ করে সে গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তারা মামাত ভাই হাত ধরে তুলার চেষ্টা করলেও নয়ন গভীর পানিতে ডুবে যায়। এরপর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট পদ্মা নদীতে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও নয়নের সন্ধান পায়নি। পরে রাত ১০টার দিকে খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। পরের দিন বৃৃহস্পতিবার সকালে ডুবুরি দল পুনরায় পদ্মা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে সাড়ে ৯টার দিকে নয়নের মৃতদেহ উদ্ধার করে।
×