ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি না চলানোর নির্দেশ

প্রকাশিত: ০২:৪০, ২৮ জুন ২০১৭

সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি না চলানোর নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ যান্ত্রিক ত্রুটিপূর্ণ, রুট পারমিট ও ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় না নামাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রাষ্ট্রীয় পরিবহন নিয়ন্ত্রক এই সংস্থার পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়। চালকদের প্রতি অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর নির্দেশ দিয়ে বলা হয়, বাসের ছাদে বা ট্রাকে কোন অবস্থাতেই যাত্রী পরিবহন করা যাবে না। সড়ক নিরাপত্তা সম্পর্কিত বিআরটিএ‘র জরুরী সতর্কতামূলত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করা যাবে না। যাত্রী নিরাপত্তায় এসব নির্দেশ মেনে চলতে চালকদের দৃষ্টি আকর্ষন করা হয়েছে।
×