ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষিকার শ্লীলতাহানি

খিলগাঁও গবঃ স্টাফ কোঃ হাইস্কুলের প্রধান শিক্ষককে সাসপেন্ড

প্রকাশিত: ০৭:৪৫, ২১ জুন ২০১৭

খিলগাঁও গবঃ স্টাফ কোঃ হাইস্কুলের প্রধান শিক্ষককে সাসপেন্ড

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষিকার শ্লীলতাহানির মামলায় গ্রেফতার হওয়া রাজধানীর খিলগাঁও গবর্নমেন্ট স্টাফ কোয়ার্টার হাইস্কুলের সেই প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ছাড়াও নিজস্ব তদন্তে অপরাধের প্রমাণ পাওয়ার পর মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সাময়িক বরখাস্তসহ আইনানুগ ব্যবস্থা নিতে আদেশ জারি করেছে। এদিকে জঘন্য অপরাধের জড়িত এ প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাকরিচ্যুতিসহ কঠোর এ্যাকশন নেয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে আমরা ওই শিক্ষকের অপরাধের বিষয়টি জানতে পারি। সঙ্গে সঙ্গে আমরা আমাদের শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করে মামলাসহ সকল তথ্য সংগ্রহ করেছি। অপরাধের সত্যতা পাওয়ায় মঙ্গলবারই আমরা প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গর্বনিং বডিকে নির্দেশ পাঠিয়েছি। একই সঙ্গে জেলা ও উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে আদেশের কপি পাঠিয়ে দিয়েছি। মাউশির সহকারী পরিচালক (মাধ্য-২) দূর্গা রানী শিকদার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ঢাকা মহনগরীর খিলগাঁও থানাধীন খিলগাঁও গব: স্টাফ কোয়ার্টার হাইস্কুলের প্রধান শিক্ষক সরদার মোঃ হেলাল উদ্দিন কর্তৃক খ-কালীন শিক্ষিকা ইসরাত জাহান পান্নার শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে তিনি গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ অবস্থায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
×