ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দাবি!

প্রকাশিত: ০৭:০৬, ২০ জুন ২০১৭

বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দাবি!

স্পোর্টস রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বেশকিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। গত বছর শেষদিকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে নাস্তানাবুদ হয়েছিল অস্ট্রেলিয়া। তারও আগে কয়েকটা সিরিজে ভরাডুবি ঘটে অসিদের। বোর্ডে ব্যাপক পরিবর্তন আসে, ক্রিকেট দলেও বেশকিছু পরিবর্তন আসে। কিন্তু নৈপুণ্যে এখন পর্যন্ত ধারাবাহিকতা আসেনি। এখন সৃষ্টি হয়েছে নতুন সমস্যা। বেতন, ভাতা নিয়ে কিছু দাবি দাওয়া জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন (এসিএ)। সেটা নিয়েই এখন খেলোয়াড়দের সঙ্গে টানাপোড়েন চলছে সিএ’র। বেতন নিয়ে যে তিক্ততার উদ্ভদ, সেটার সমাধান না হওয়া পর্যন্ত ক্রিকেটাররা তাদের দাবিতে অনড় থাকবে এমনটাই জানিয়েছেন নির্ভরযোগ্য ওপেনার ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আর এ কারণেই গুঞ্জন উঠেছে আগামী আগস্টে বাংলাদেশ এবং অক্টোবরে ভারত সফর বয়কটও করতে পারেন ক্রিকেটাররা। ওয়ার্নারও জানিয়েছেন, দাবি না মানলে ক্রিকেটাররা কোন আন্তর্জাতিক ম্যাচ খেলা থেকে বিরত হবেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। অবশ্য, এক্ষেত্রে ভাগ্যটাও বিরূপ ছিল তাদের। দুটি ম্যাচই হয়েছে পরিত্যক্ত এবং একটিই মাত্র ম্যাচ হেরেছে তারা। কিন্তু সাম্প্রতিক সময়ে মাঠের খেলায় পুরোপুরি অখ- মনোযোগ দিতে পারছেন না স্টিভেন স্মিথরা এটা নিশ্চিত। কারণ ক্রিকেটারদের দাবির দিকে কর্ণপাত করছে না সিএ। ইতোমধ্যেই বোর্ডকে এসিএ থেকে একটি দাবি সংবলিত সমঝোতার প্রস্তাবনা দেয়া হয়েছে। সেটার সঙ্গে আপোস করে আগামী ৩০ জুনের মধ্যেই চুক্তিতে স্বাক্ষর করার কথা সিএ ও এসিএ’র। সেটা যদি সিএ না মেনে নেয়, তবে জাতীয় দলের হয়ে আপাতত না খেলার জন্য ব্যাট-প্যাড গুটিয়ে বসে থাকার জন্য প্রস্তুত সব ক্রিকেটার। এ বিষয়ে ওয়ার্নার বলেন,‘ হ্যাঁ, আমরা ১ জুলাই থেকে চাকরিহীন হয়ে যাব। আমাদের সেটা বলেই হুমকি দেয়া হয়েছে। আমরা আশাবাদী যে একটা সমঝোতা প্রস্তাবনা রয়েছে সেটা হয়ে যাবে। খুবই অপ্রীতিকর পরিস্থিতি বিরাজ করছে।’ বর্তমানে যে বেতন কাঠামো আছে সেটার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আপাতত বাড়তি কোন আর্থিক প্রণোদনা দিতে নারাজ সিএ। আর এমনটাই যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশ সফরে একটা বয়কটের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ওয়ার্নার। তিনি বলেন, ‘আমার দিক থেকে যদি বলি তাহলে আমি সবসময়ই অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চাই। আমাদের সব ছেলেরাই সেটা চায়। কিন্তু আমরা এখান থেকে যা অর্জন করতে চাই সেটা প্রাপ্তির ক্ষেত্রে যদি কোন সুযোগ না থাকে এখানে সেক্ষেত্রে সেটা আমরা অব্যাহত রাখব না। সবকিছু ঠিকঠাক না হলে বাংলাদেশ সফরে যেতে চাই না আমরা। এমনকি এ্যাশেজও হবে না এবার যদি কোন সমঝোতা চুক্তি না হয়।’ শুধু আসন্ন বাংলাদেশ সফরই নয়, ঘরের মাটিতে এ্যাশেজ এবং অক্টোবরে ভারতে ওয়ানডে সফর অসি ক্রিকেটাররা না করলে ক্রিকেট অস্ট্রেলিয়া বিশাল ক্ষতির সম্মুখীন হবে। বিশেষ করে ভারত সফর যেকোন বোর্ডের জন্য ব্যাপক অর্থের যোগান দেয়। সেটা বাতিল হয়ে গেলে ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কেও টানাপোড়েন শুরু হওয়ার সম্ভাবনা আছে সিএ’র।
×