স্টাফ রিপোর্টার ॥ সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় আরমান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে খিলগাঁওয়ের নন্দীপাড়ায়। খিলগাঁও থানার এসআই ইসমাইল হোসেন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নন্দীপাড়ার ৫ নম্বর সড়কে নিহতের বাসার কাছেই এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন চালক আরিফকে (২২) ধরে মারপিট করে পুলিশের কাছে সোপর্দ করে।