ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাঁচ নম্বর কর্তনের সিদ্ধান্ত বাতিল দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৫৭, ১২ জুন ২০১৭

পাঁচ নম্বর কর্তনের সিদ্ধান্ত বাতিল দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ৫ নম্বর কর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। রবিবার চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড বহন করে। তারা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপিও প্রদান করে। এমবিবিএস কোর্সে ভর্তিচ্ছু শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এ মানববন্ধনে। এ সময় তারা হঠাৎ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তে হতাশা এবং ক্ষোভ ব্যক্ত করে। ‘ভর্তি পরীক্ষায় ৫ নম্বর কর্তন, মানি না মানবো না’ এবং ‘হয় সাদা এপ্রোন, নয় তো সাদা কাফন’ ইত্যাদি সেøাগান তারা ধারণ করে পোস্টারে। শিক্ষার্থীরা জানায়, আগে এ নিয়ম ছিল না। হঠাৎ করে তিন মাস আগে এ সিদ্ধান্ত হওয়ায় আমরা আরও বিপাকে পড়েছি। যদি এক বছর আগে সিদ্ধান্তটি হতো তাহলে আমরা দ্বিতীয়বার পরীক্ষার জন্য অপেক্ষা না করে কোন না কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যেতাম। যেহেতু এ সুযোগ ছিল সেহেতু আমরা দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার জন্য কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতি নিয়েছি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়। লংগদুর হত্যা মামলায় আসামিদের স্বীকারোক্তি পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ রাঙামাটির লংগদু উপজেলার যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যাকা-ের সঙ্গে জড়িত গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। রবিবার দুপুর ১টায় খাগড়াছড়ির অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে গ্রেফতারকৃত জুনেল চাকমা (৩৩) ও রুনেল চাকমা (১৮) স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। তিনি বলেন, রবিবার দুপুর ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত খাগড়াছড়ির অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে গ্রেফতারকৃত জুনেল চাকমা ও রুনেল চাকমা হত্যাকা-ের সঙ্গে জড়িত ছিল মর্মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে বলে শুনেছি। আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে। চাঁপাইয়ে ৬ জেএমবি জঙ্গী আটক স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ পুলিশে শিবগঞ্জ থেকে দু’জন ও নাচোল থেকে একই পরিবারের চার জঙ্গীকে আটক করে। শিবগঞ্জে আটককৃতরা হলো আব্বাস বাজার গ্রামের মকবুলের ছেলে রুহুল আমিন ও গোমস্তাপুর রহমত পাড়ার আতাউরের ছেলে আল আমিন (২৪)। মনাকষা এলাকা থেকে এদের আটক করা হয়। দু’জনই নব্য জেএমবির সদস্য। এসপি জানান, রবিবারের অপারেশনে আটক রফিকুল আলম সাম্প্রতিক অপারেশন ‘ঈগল হার্টে’ নিহত জঙ্গী আবুর শ্বশুর। পাশাপাশি নাচোলের জঙ্গীরা হচ্ছে চক নেজামপুরের ওমর আলীর স্ত্রী শামিমা, দুই ছেলে আমির হামজা ও আফসার আলি ও মেয়ে হাফসা খাতুন। এসপি জানান, এদের বাড়ি থেকে জেহাদী বই উদ্ধার করা হয়। এরা ২০১২ সালে নিজ পরিবারের এক সদস্যকে জবাই করে হত্যার পর দীর্ঘদিন পলাতক ছিলেন। আটককৃতরা জেএমবির পুরান সদস্য।
×