ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বেক্সিমকো ফার্মার ক্রেডিট রেটিং ‘এএ+’

প্রকাশিত: ০৪:১৪, ১২ জুন ২০১৭

বেক্সিমকো ফার্মার ক্রেডিট রেটিং ‘এএ+’

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ এবং রসায়ন খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিটিউক্যাল লিমিটেড ক্রেডিট রেটিং এ ‘এএ+’ পেয়েছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন এ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) কোম্পানিটির রেটিং করেছে। এতে দীর্ঘ মেয়াদে কোম্পানিটি ‘এএ+’ পেয়েছে। আর স্বল্প মেয়াদে ‘এসটি-১’ পেয়েছে। ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত হিসাব এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য, একইসঙ্গে ৩১ মার্চ, ২০১৭ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এ মান নির্ধারণ করেছে সিআরআইএসএল। -অর্থনৈতিক রিপোর্টার শেয়ার কিনবেন জনতা ইন্স্যুরেন্স পরিচালক পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক আফরোজা জামান শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির অন্যতম পরিচালক আফরোজা জামান ২ লাখ ৫৬৭টি শেয়ার ক্রয় করবেন। এই পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে। ‘জেড’ ক্যাটাগরির এই কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৩৬ দশমিক ৯৯ শতাংশ শেয়ার হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৬৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪১ দশমিক ৩৪ শতাংশ শেয়ার রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×