ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নূরানী ডাইংয়ের লেনদেন শুরু কাল

প্রকাশিত: ০৬:২৪, ৩১ মে ২০১৭

নূরানী ডাইংয়ের লেনদেন শুরু কাল

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির সম্পন্ন হওয়া বস্ত্র খাতের কোম্পানি নূরানী ডাইং এ্যান্ড সোয়েটার লিমিটেডের লেনদেন শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত তারিখ অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এন ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করতে যাওয়া নূরানী ডাইং এ্যান্ড সোয়েটার লিমিটেডের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানি ট্রেডিং কোড হবে ঘটজঅঘও। আর কোম্পানি কোড হবে ১৭৪৭৫। এর আগে কোম্পানিটির আইপিও লটারিতে বরাদ্দ পাওয়া সিডিবিএলের মাধ্যমে বৃহস্পতিবার বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে। প্রসঙ্গত, গত ২ মে সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এ কোম্পানির আইপিওর লটারির ড্র শুরু হয়। আইপিওতে বিনিয়োগকারীরা ২৮ গুণ বেশি আবেদন করেছেন। আইপিওর মাধ্যমে ৪ কোটি ৩০ লাখ শেয়ার বিক্রি করে মোট ৪৩ কোটি টাকার মূলধন সংগ্রহ করবে বস্ত্র খাতের কোম্পানিটি। এর বিপরীতে বিনিয়োগকারীরা সর্বমোট ১ হাজার ২০৯ কোটি টাকার শেয়ার পেতে আবেদন করেছেন। এ অবস্থায় নিয়ম অনুযায়ী লটারি করে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ করা হয়। এর আগে গত ২ থেকে ১০ এপ্রিল পর্যন্ত এ কোম্পানির আইপিওতে সকল প্রকার বিনিয়োগকারীরা আবেদন করেন। গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৯৭তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও আবেদন অনুমোদন দেয়া হয়।
×