ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভালবাসার ইনজেকশন

প্রকাশিত: ০৬:১৬, ৩০ মে ২০১৭

ভালবাসার ইনজেকশন

নতুন এক গবেষণায় দেখা গিয়েছে যে, লাভ (প্রেম) হরমোনের ইনজেকশন অপরিচিতদের মধ্যেও ভালবাসার বন্ধন সৃষ্টি করতে পারে। উত্তর আটলান্টিক মহাসাগরের ‘গ্রে সিল’ প্রাণীর মধ্যে এই লাভ হরমোন (অক্সিটসিন) ইনজেকশন দেয়া হয়েছিল যেন আবেগের এবং ভালবাসার বন্ধন তৈরি হয়। বিজ্ঞানীরা পর্যবেক্ষণে দেখতে পেয়েছেন, গ্রে সিলদের মধ্যে এটি চমৎকার কাজ করেছে। একেবারে নতুন পরিচিত হওয়ার পরও তারা একে অপরের সঙ্গ পছন্দ করছে এবং সবসময় কাছাকাছি থাকার চেষ্টা করছে। এই হরমোনের প্রভাবে আক্রমণাত্মক ভাবটাও নষ্ট হয়ে গিয়েছিল। বিজ্ঞানীদের ধারণা এই হরমোনের মাধ্যমে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থাকে পরিবর্তন করে মানবিক এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করা সম্ভব হবে, এটা তারই নমুনা। -ডেইলি মেইল
×