ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে জাপা-আওয়ামী লীগ সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৬:২৭, ২৮ মে ২০১৭

সৈয়দপুরে জাপা-আওয়ামী লীগ সংঘর্ষ ॥ আহত ১০

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর উপজেলায় জাতীয় পার্টির কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা করেছে। এতে সংঘর্ষ বাধলে উভয়পক্ষের ১০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মোজাহেদুল নামে জাপার এক কর্মীকে আটক করে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খাতামধুপুর ইউনিয়নের হামুরহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চায়ের দোকানে আওয়ামী লীগকর্মীদের ওপর জাতীয় পার্টির কর্মীরা হামলা চালায়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দশজন আহতের মধ্যে নুর ইসলাম চৌধুরী মানিক, রিপন চৌধুরী বাবু ও আব্দুল খালেক চৌধুরীকে সৈয়দপুর হাসপাতালে এবং সাবলু, মোরাদ ও আনারুলকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোকছেদুল মোমিন জানান, পরিকল্পিতভাবে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের কর্মীরা আওয়ামী লীগকর্মীদের ওপর হামলা করে। বিগত ইউপি নির্বাচনেও তারা ওই এলাকার নৌকা মার্কার ভোটারদের প্রতি নির্যাতন ও জুলুম করেছিল। এবারও তাই করল। জাতীয় পার্টির লোকজন আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। বি’বাড়িয়ায় আহত ১৫ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, নির্বাচনী বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সদর উপজেলার বুধল ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে। এলাকাবাসীরা জানান, প্রার্থী মারা যাওয়ায় কিছুদিন পূর্বে মালিহাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমের প্রার্থী হন জোসনা বেগম ও তৈয়ব মিয়ার প্রার্থী হন শিউলী বেগম। নির্বাচনে শিউলী বিজয়ী হওয়ার পর থেকে বুধল ও মালিহাতা গ্রামের লোকজন তাদের সমর্থকরা দু’ভাগে বিভক্ত হয়ে যায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। এরই জেরে শনিবার সকালে দু’গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।
×