ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

মিসরে বাসে গুলি চালিয়ে ২৬ খ্রিষ্টানকে হত্যা

প্রকাশিত: ০১:৩৬, ২৬ মে ২০১৭

মিসরে বাসে গুলি চালিয়ে ২৬ খ্রিষ্টানকে হত্যা

অনলাইন ডেস্ক ॥ মিশরে মধ্যাঞ্চলে কপটিক খ্রিস্টানদের একটি বাসে বন্দুকধারীরা গুলি চালিয়ে অন্তত ২৬ জনকে হত্যা করেছে। বাসটি যাত্রীদের নিয়ে একটি চার্চে যাওয়ার পথে কায়রোর ১৫৫ মাইল দক্ষিণে মিনইয়া প্রদেশে ওই হামলা হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন, রয়টার্স, আলজাজিরার প্রতিবেদনে বলা হয়। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে ২৩ জন নিহতের কথা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছে। গত কয়েক মাসে মিশরে কপটিক খ্রিস্টানদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে, যেগুলোর দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এর আগে ৯ এপ্রিল তান্তা ও আলেকজান্দ্রিয়ায় চার্চ লক্ষ্য করে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়। শুক্রবারের হামলার পর মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন। জিহাদিদের মোকাবেলায় যা কিছু প্রয়োজন তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ‘কপটিক অর্থডক্স চার্চ’ মিশরে খ্রিস্টানদের প্রধান গির্জা। কপটসরা বেশিরভাগ মিশরের অধিবাসী হলেও দেশের বাইরে গির্জার প্রায় ১০ লাখ সদস্য রয়েছে। খ্রিস্টীয় ৫০ সালে সম্রাট নিরোর শাসনামলে অ্যাপোস্টল মার্ক মিশর সফরে এসে আলেকজান্দ্রিয়ায় ‘চার্চ অব আলেকজান্দ্রিয়া’ প্রতিষ্ঠা করেন। তখন থেকেই কপটিক ধারার যাত্রা শুরু বলে অনুসারীদের বিশ্বাস। কপটিক গির্জার নিজস্ব গির্জাপিতা বা পোপ রয়েছে, যারা সেইন্ট মার্কের উত্তরসূরী হিসেবে বিবেচিত হন। পবিত্র ভূমির বাইরে এরাই সবচেয়ে প্রাচীন খ্রিস্টান গোষ্ঠী। যিশু খ্রিস্টের মানবিক ও ঐশ্বরিক বৈশিষ্ট্য নিয়ে দ্বন্দ্বের জের ধরে ৪৫১ খ্রিস্টাব্দে কাউন্সিল অব চ্যালসেডনে অন্য খ্রিস্টীয় মূল্যবোধের সঙ্গে এই চার্চের বিচ্ছেদ ঘটে। রোমান সাম্রাজ্যে এই চার্চকেন্দ্রীক খ্রিস্টানরা নিধনের শিকার হয়েছিল। মিশর মুসলিম দেশ হওয়ার পরও তা চালু থাকে, যা এখনো চলছে বলে অনেকে মনে করেন।
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

রাজধানীতে স্কুল শিক্ষিকার আত্মহত্যা
যুক্তরাষ্ট্রে টর্নেডোর ভয়াবহ আঘাতে নিহত ৭
রাশিয়াকে অস্ত্র দেয়নি চীন: বাইডেন
ইউক্রেনকে ৪ টি যুদ্ধবিমান দিল স্লোভাকিয়া
মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জারি
তিউনিসিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ডুবে নিখোঁজ ৩৪
ভারতকে হারিয়েছে বাংলাদেশ
রমজানে বিএনপির কর্মসূচি ঘোষণা
ক্যানসার ফাউন্ডেশন চালু করলেন সাকিব
প্রথম দিনেই জমে উঠেছিলো রাজধানীর ইফতার বাজার
পুনরায় দূতাবাস চালু করছে সৌদি ও সিরিয়া
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ১১
রাজা তৃতীয় চার্লসের ফ্রান্স সফর স্থগিত
খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
বিএনপির আভ্যন্তরীণ রাজনীতিতে ফখরুলদের মতপ্রকাশের স্বাধীনতা নেই :ওবায়দুল কাদের
লোকসভার সাংসদ পদ হারালেন রাহুল গান্ধী
এক্সপ্রেসওয়েতে গতিসীমা লঙ্ঘন করায় ৮৪ মামলা
রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৭৪
বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে, নিহত ২
ইন্টারপোলের রেড নোটিসের তালিকায় আরাভ খান