ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলেজ শিক্ষকদের রেজিস্ট্রার অফিস ঘেরাও

প্রকাশিত: ০৬:১৭, ১৬ মে ২০১৭

কলেজ শিক্ষকদের রেজিস্ট্রার অফিস ঘেরাও

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৫ মে ॥ ডাঃ জহুরুল কামাল ডিগ্রী কলেজের শিক্ষকরা জেলা রেজিস্ট্রার অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে। সোমবার দুপুরে তারা এই কর্মসূচী পালন করে। শিক্ষকরা জানান, জাতীয়করণের তালিকায় স্থান পাওয়ার পরেও কলেজের ‘ডিড অব গিফট’ অনুযায়ী কলেজটির জমি রেজিস্ট্রি করে না নেয়ায় তারা এই কর্মসূচী পালন করেন। জাতীয়করণের শর্তানুযায়ী কলেজের জমি সরকারের নামে লিখে দেয়ার কথা থাকলেও একটি চক্র তাদের জমি রেজিস্ট্রি করতে দিচ্ছেন না বলে অভিযোগ করেন। তারা অবিলম্বে ‘ডিড অব গিফট’-এর আওতায় ডাঃ জহুরুল কামাল কলেজের জমিটি রেজিস্ট্রি করার দাবি জানান। কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ জানান, কতিপয় লোকজন সাব-রেজিস্ট্রারকে প্রাণনাশের ভয় দেখিয়ে এই কাজ বন্ধ রেখেছেন। সাব-রেজিস্ট্রার আব্দুল হান্নান বিষয়টি স্বীকার করে জানান, এ বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেছি। ইতোমধ্যেই থানায় একটি এজহারও দিয়েছি। জেলা রেজিস্ট্রার মনিন্দ্রনাথ বর্মণ জানান, এটি তার কাজ নয়। তার নিকট অভিযোগ এসেছে, রাজনৈতিক বিষয় হওয়ার কারণেই এমনটি হচ্ছে। জামায়াত-শিবিরের ৫ ক্যাডার আটক স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ সোমবার ভোরে নন্দীগ্রামে জিহাদী বই ও চাঁদা আদায়ের রসিদসহ পাঁচ জামায়াত-শিবির ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা উপজেলার কাথম গ্রামের আনোয়ার, আবদুল মোমিন, হাসান আলী, রহিম উদ্দিন ও নাটোরের সিংড়া উপজেলার ফারুক হোসেন। পুলিশ জানায়, উপজেলার কাথম এলাকার রহিম উদ্দিনের বাড়িতে জামায়াত-শিবিরের কয়েকজন গোপন বৈঠক করছিল।
×