ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইনের প্রস্তাব সংসদে গৃহীত

প্রকাশিত: ০৭:৪৩, ৫ মে ২০১৭

আইনের প্রস্তাব সংসদে গৃহীত

সংসদ রিপোর্টার ॥ গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের শাস্তির জন্য আইন প্রণয়নে আনীত একটি সিদ্ধান্ত প্রস্তাব বৃহস্পতিবার জাতীয় সংসদে সর্বসম্মতক্রমে পাস হয়েছে। এ প্রসঙ্গে আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেন, এ প্রস্তাবটি অত্যন্ত সময়োপযোগী। এ প্রস্তাবটি গ্রহণ করা হলো। একইসঙ্গে সবাইকে একটি সুখবর দিতে চাই যে, ইতোমধ্যেই এ সংক্রান্ত একটি আইনের খসড়া তৈরি করা হয়েছে। শীঘ্রই তা মন্ত্রিপরিষদের অনুমোদনের জন্য উত্থাপন করা হবে এবং এ সংসদের সময়কালেই আইনটি পাস হবে। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদের বেসরকারী দিবসে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করেন সরকারী দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পি। প্রস্তাবটি সমর্থন করে বক্তব্য রাখেন ১০ জন সংসদ সদস্য। তবে তাদের আনীত সংশোধনী প্রস্তাবগুলো গ্রহণ না করে শুধু মূল প্রস্তাবটি গ্রহণ করেন আইনমন্ত্রী। পরে প্রস্তাবটি ভোটে দিলে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে তা পাস হয়। অনেক পরিশ্রম করে সময়োপযোগী প্রস্তাবটি উত্থাপন করায় ফজিলাতুন নেসা বাপ্পিকে ধন্যবাদ জানিয়ে ডেপুটি স্পীকার বলেন, এটি জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়।
×