ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অভিবাসীদের অধিকার আদায়ের প্রতীক মাজেদা

প্রকাশিত: ০৪:০৪, ২৮ এপ্রিল ২০১৭

অভিবাসীদের অধিকার আদায়ের প্রতীক মাজেদা

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ দাম্পত্য কলহ, ল্যান্ডলর্ড কর্তৃক ভাড়াটে নিগৃহীত হবার ঘটনা ছাড়াও অভিবাসীদের অধিকার ও মর্যাদা নিয়ে দিন-রাত ২৪ ঘণ্টা সোচ্চার একজন বাংলাদেশীর নাম মাজেদা এ উদ্দিন। স্বামী-সংসার গুছিয়েই টানা ২৭ বছর যাবত এমন পেশাকে বেছে নিয়েছেন মাজেদা। দুর্বৃত্তের গুলি কিংবা ছুরিকাঘাতে হতাহত অথবা অবৈধ অভিবাসীদের সমস্যার কথা জানার পরই অকুস্থলে হাজির মাজেদা। স্কুল অথবা মসজিদের সামনের রাস্তায় ‘স্টপ’ সাইন’ কিংবা ব্যালটে বাংলা সংযোজন অথবা স্কুলে অথবা হাসপাতালের দিক-নির্দেশনাসহ যাবতীয় তথ্য বাংলায় প্রকাশের দাবি উঠলেই দৃষ্টি কাড়েন এই মাজেদা। মাজেদা এ উদ্দিন এখন সোচ্চার রয়েছেন পাবলিক স্কুলে হালাল খাদ্যের দাবিতে। পাশাপাশি জ্যামাইকায় গত বছর খুন হওয়া নাজমা খানমের নামে ঐ রাস্তার নামকরণের দাবিও পেশ করেছেন সিটি কাউন্সিলে। হিমালয়ে ৪৭ দিন ধরে নিখোঁজ পবর্তারোহীকে উদ্ধার হিমালয় পর্বতমালায় ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ হওয়ার দেড় মাসেরও বেশি সময় পর তাইওয়ানী এক পর্বতারোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৪৭ দিন আগে ২১ বছর বয়সী লিয়াং শেং য়ু ও তার বান্ধবী ১৯ বছর বয়সী লিউ চেন চুন ট্রেকিং করতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন। উচ্চ পার্বত্য এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযানে পারদর্শী উদ্ধারকারীদের একটি দল নেপালের ধাদিং জেলার টিপলিং গ্রামের কাছে সাড়ে আট হাজার ফুট উচ্চতার একটি গিরিখাত থেকে বুধবার লিয়াংকে উদ্ধার করে। তার বান্ধবীর মৃতদেহ কাছেই পড়েছিল। উদ্ধারের পর জরুরী ভিত্তিতে লিয়াংকে কাঠমান্ডুর গ্রান্দি আন্তর্জাতিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। লিয়াংয়ের চিকিৎসক ডাঃ সঞ্জয় কার্কি জানিয়েছেন, সে এখন ধীরে ধীরে কথা বলতে পারে। সঞ্জয় বলেন, সে (লিয়াং) বলেছে তার বান্ধবী তিন দিন আগে মারা গেছে। কোন আঘাতে লিয়াং আহত হয়নি, কীটের কামড়ে তার শরীরে ক্ষত তৈরি হয়েছিল। সাত সপ্তাহ আগে নিখোঁজ হওয়ার পর থেকে লিয়াং ৩০ কেজি ওজন হারিয়েছেন। -বিবিসি
×