ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জন্মদিনে শুভেচ্ছাসিক্ত শচীন

প্রকাশিত: ০৬:৩৮, ২৭ এপ্রিল ২০১৭

জন্মদিনে শুভেচ্ছাসিক্ত শচীন

স্পোর্টস রিপোর্টার ॥ ২৪ এপ্রিল সোমবার ছিল শচীন টেন্ডুলকরের ৪৪তম জন্মদিন। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সেদিন মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ ছিল রাইজিং পুনে সুপারজায়ান্টের সঙ্গে। সেটি আবার শচীনেরই জন্মস্থান মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে। গ্রেটের জন্মদিন ঘিরে স্বভাবতই ছিল উৎসবের আমেজ। শচীনকে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান ভারত জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, অন্যান্য সতীর্থ, বিদেশী তারকাসহ অনেকেই। দেখতে দেখতে ৪৪ হয়ে গেল, বিশ্বাস হচ্ছে না শচীনের, ‘৪৪ বছর হয়ে গেল। বিশ্বাসই হচ্ছে না।’ উপস্থিত সাবেক অসি-তারকা ম্যাথু হেইডেনের সঙ্গে আলাপচারিতায় বলেন শচীন। বিশাল সবুজ মাঠের ওপর সাদা ব্যাটের আদলের কেক। ছুরিটা হাতে নিয়ে শচীন আরও যোগ করেন, ‘ব্যাটটা কখনও কাটা যায় না। আউটফিল্ডে জায়গা বের করে নিই।’ গ্রেট ব্যাটসম্যান জানিয়েছেন, তার আসন্ন বায়োপিক মুক্তির ব্যাপারে অনেকটা সময় ব্যস্ত ছিলেন। জন্মদিনে ভক্তদের জন্য উপহার, এ আর রহমানের গাওয়া তার সিনেমার প্রথম গান ‘হিন্দ মেরে জিন্দ।’ যা শচীনের জন্মদিনেই মুক্তি পেয়েছে। নিজের বায়োপিক নিয়ে তিনি বলেন, ‘আমার সিনেমাটা খুব সম্ভবত ২৬ মে মুক্তি পাচ্ছে। এ নিয়েই একটু ব্যস্ত আছি।’ ভাবতেই পারেননি ১০ বছরে আইপিএল এই জায়গায় পৌঁছে যাবে। শচীন বলেন, ‘প্রথম যখন শুরু হয়েছিল, আমি কখনও ভাবিনি দশ বছরের মধ্যে এটা বিশ্বের জনপ্রিয়তম লীগ হয়ে যাবে। এখন তো দিদিমা-ঠাকুমারাও এটা দেখছেন। সন্ধ্যা বেলায় আইপিএল দেখাটা এখন অনেকটা পারিবারিক পিকনিকের মতো, জন্মদিনে কিংবদন্তিকে কুর্ণিশ করছেন সবাই। মাইকেল ক্লার্ক বলেছেন, ‘ওর যে ৪৪ বছর হয়ে গেল, বোঝাই যাচ্ছে না। আমার সঙ্গে একটা ফটোশূট ছিল। দেখে মনে হচ্ছিল যেন ২৫ বছরের ছেলে।’ টুইটারে কোহলি লিখেছেন, ‘বেঙ্গালুরুর কিছু ভক্তের তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা।’ ২০১৩ সালের নবেম্বরে অবসর নেয়া শচীন ভারতের হয়ে ২০০ টেস্ট, ৪৬৩টি ওয়ানডে খেলেছেন। ব্যাটিংয়ে অনেক রেকর্ডই তার দখলে।
×