ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

চলতি বছরে প্রথমবারের মতো ৫শ’ কোটি টাকার নিচে লেনদেন

প্রকাশিত: ০৫:২৭, ২৫ এপ্রিল ২০১৭

চলতি বছরে প্রথমবারের মতো ৫শ’ কোটি টাকার নিচে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বড় পতনের পরদিনও দেশের পুঁজিবাজারে পতনের ধারা অব্যাহত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবারে ডিএসইতে ৪৯৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৬ কোটি ২৯ লাখ টাকা কম। রবিবার ডিএসইতে ৫০৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ফলে চলতি বছরের প্রথমবারের মতো লেনদেন ৫শ’ কোটি টাকার নিচে নেমেছে। এর আগে গত ২০১৬ সালের ২ নবেম্বর ডিএসইতে ৪৫৭ কোটি টাকা লেনদেন হয়েছে। আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগের দিনের ধারাবাহিকতায় ডিএসইতে সূচকের পতন হলেও শেষ বিকেলে শেয়ার কেনার চাপে সূচকের বড় পতন ঘটেনি। তবে সূচকের ইতিবাচক প্রবণতা ফেরেনি। আগের দিনের চেয়ে প্রায় ৩ পয়েন্ট সূচক কমার দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বস্ত্র খাত। খাতটির বেশিরভাগ কোম্পানির দর কমলেও মোট লেনদেনের ১৫.৭০ শতাংশ দখল করেছে। তবে বেশ কিছুদিন পর ব্যাংক খাতের কোম্পানিগুলোর দর বাড়তে দেখা গেছে। খাতভিত্তিক সেখানে ০.৪০ শতাংশ দর বেড়েছে। ব্যাংকগুলোর মধ্যে প্রাইম ব্যাংকের দর বেড়েছে ৬.৪০ শতাংশ। তবে আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর ১.১০ শতাংশ দর হারিয়েছে। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ারদর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ লঙ্কাবাংলা ফিন্যান্স, রিজেন্ট টেক্সটাইল, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, বে´িমকো, আরএসআরএম স্টিল, প্রাইম ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, গ্রামীণফোন, বে´িমকো ফার্মা ও ইউনাইটেড পাওয়ার। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ প্রাইম ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং, বিডি ফিন্যান্স, প্রাইম ব্যাংক, রিজেন্ট্ টেক্সটাইল, নদার্ন জুট, সোনারবাংলা ইন্স্যুরেন্স, লঙ্কাবাংলা ফিন্যান্স, আরামিট সিমেন্ট ও প্রিমিয়ার লিজিং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৩৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮১৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার।
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৭৪
বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে, নিহত ২
ইন্টারপোলের রেড নোটিসের তালিকায় আরাভ খান
পুনরায় দূতাবাস চালু করছে সৌদি ও সিরিয়া
ফটিকছড়িতে নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ
আয়ারল্যান্ডকে উড়িয়ে টাইগারদের সিরিজ জয়
নিত্যপণ্যের দাম কমিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার
দেশে কোনো রাজনৈতিক সংকট নেই: তথ্যমন্ত্রী
গণভবনে থাকছে না ইফতার পার্টির আয়োজন
শনিবার খোলা থাকবে ব্যাংক
ইফতার করলেন শরীয়তপুরের ২০ গ্রামের মানুষ
র‌্যাগিংয়ের দায়ে শাবির ১৬ শিক্ষার্থীকে হলে নিষিদ্ধ, একজনকে বহিষ্কার
২৫ মার্চকে গণহত্যা বা জেনোসাইডের স্বীকৃতি দিতে হবে
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪৩ সদস্যকে আটক করেছে র‌্যাব
রাজধানীতে ভ্রাম্যমাণ গরু ও খাসির গোশত বিক্রি শুরু
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৮
মানহানির মামলায় রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড