ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

ক্ষমতা গ্রহণের শততম দিনে সমাবেশ করবেন ট্রাম্প

প্রকাশিত: ০৫:২৬, ২৫ এপ্রিল ২০১৭

ক্ষমতা গ্রহণের শততম দিনে সমাবেশ করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৯ এপ্রিল নিজের ক্ষমতারোহণের শততম দিন উদ্যাপন করবেন। বিশাল সমাবেশের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করার ঘোষণা দিয়েছেন তিনি। মার্কিন সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে, পেনসিলভানিয়ায় ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। খবর সিএনএনের। নিজের টুইটার এ্যাকাউন্টে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ‘রবিবার রাতে আমি পেনসিলভানিয়ায় এক বিশাল সমাবেশ করতে যাচ্ছি। অপেক্ষায় থাকুন।’ এর আগে শুক্রবার শততম দিনে ট্রাম্পের অর্জন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে কথা বলেন ট্রাম্প। টুইটার পোস্টে তিনি লেখেন, ‘এই শততম দিনের হাস্যকর মানদ-েও যা-ই অর্জন করে থাকি না কেন, মিডিয়া তা ধামাচাপা দেবেই। আর এ অর্জন অনেক বিশাল।’ প্রেসিডেন্টের শততম দিন উদ্যাপনের রীতি রয়েছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের সময় থেকে এ দিনটির উদ্যাপন শুরু হয়। তিনি তার শাসনামলের শততম দিনের মধ্যেই ১৫টি বড় আইন প্রণয়ন করেন। আর ওই সময়েই কংগ্রেসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা ও প্রভাব থাকে সবচেয়ে বেশি। ট্রাম্পও নিজের নির্বাচনী প্রচারের সময় এই প্রথম ১০০ দিনের কথা উল্লেখ করেছিলেন।
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

দেশের ৭ বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টি
দেশে কোনো পণ্য সংকটের শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
১৭ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব
মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর ছিলো জিয়া :ড. হাছান মাহমুদ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
চোখে মুখে একটাই স্বপ্নছিল দেশটাকে স্বাধীন করা : শিক্ষামন্ত্রী
গুগল ডুডলে স্বাধীনতা দিবস
দেশে এখন স্বাধীনতা-গণতন্ত্র নেই :মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে তারাই এখন ক্ষমতায় যেতে মরিয়া :জাহিদ মালেক
গুলিস্তান বিস্ফোরণে ১৯ দিন পর আরও একজনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ২৬
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রমজান মাসে একবারের বেশি ওমরাহ করা যাবে না
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে নিহত ১৯
পশ্চিমা মিত্ররা আরও অস্ত্র না পাঠালে রাশিয়ায় পাল্টা হামলা করা যাবে না :প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি