ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টি২০’র নেতৃত্বে সাকিবই

প্রকাশিত: ০৫:৫৭, ২৩ এপ্রিল ২০১৭

টি২০’র নেতৃত্বে সাকিবই

স্পোর্টস রিপোর্টার ॥ আগেই জানা ছিল। তাই হলো। টি২০ ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার এ ঘোষণা দেয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই এ ঘোষণা দেন। টি২০ ক্রিকেট থেকে মাশরাফি বিন মর্তুজার অবসরের পর এ ফরমেটে নেতৃত্বশূন্যও হয়ে পড়ে বাংলাদেশ দল। সেই স্থানটি পূরন হয়ে গেল। সাকিব এখন টি২০ দলের অধিনায়ক। এ ঘোষণার সঙ্গে সঙ্গে তিন ফরমেটে তিন অধিনায়ক পেল বাংলাদেশ। টেস্টে মুশফিকুর রহীম অধিনায়ক। ওয়ানডেতে মাশরাফি অধিনায়ক। আর টি২০ অধিনায়ক সাকিব। শনিবার বিভিন্ন এজেন্ডা নিয়ে বিসিবির সভা হয়। সেই সভায় এ সিদ্ধান্ত হয়ে যায়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাসিক বেতন ও ম্যাচ ফি থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধা বাড়ানোর সঙ্গে সাকিবকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছে বিসিবি। ২০১৭ সালে বিসিবির প্রথম সভা ছিল এটি। যেটি এ পরিচালনা পর্ষদের ১৬তম সভা। শ্রীলঙ্কা সফরে যখন মাশরাফি টি২০ ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন, তখনই সবার মুখে মুখে থাকে, সাকিবই টি২০ ক্রিকেটের পরবর্তী অধিনায়ক। সাকিবই যে অধিনায়ক, সেই ইঙ্গিত দেন বিসিবি সভাপতিও। তিনি বলেছিলেন, ‘দেখুন অধিনায়ক হিসেবে আমাদের ভাবনা সব সময় মুশফিক, সাকিব, মাশরাফি, তামিম ও মাহমুদুল্লাহকে ঘিরেই। এখন মুশফিক, মাশরাফি বাদে থাকে তামিম, মাহমুদুল্লাহ ও সাকিব। সাকিব যেহেতু সহ-অধিনায়ক, তাই আমরা মনে করি টি২০র অধিনায়ক সাকিবই হওয়া উচিত। ওর যে ফর্ম, মানসিকতা সবদিক দিয়েই সাকিবকে বেশি পরিণত মনে হচ্ছে।’ সাকিবের অধিনায়কত্ব নিয়ে একবার মাশরাফিও বলেছিলেন, ‘অন দ্য ফিল্ড তো ব্রিলিয়ান্ট। ও যে মানের ক্রিকেট খেলে, তাতে যে কেউ বুঝতেই পারবে, ওর ক্রিকেট মস্তিষ্ক কত অসাধারণ। অধিনায়কত্বও আসলে মাঠে সে রকমই অসাধারণ করে। অনফিল্ড তো আমি ওকে বাংলাদেশের সেরাদের মধ্যে রাখব। হ্যাঁ, অফ দ্য ফিল্ড হয় তো আমরা যা যা আশা করি, তা ও করেনি। আসলে মানুষের তো কিছু প্রকৃতিগত বিষয় থাকে। ও নিজের মতোই চলেছে। কিন্তু হয়তো দলের অফ দ্য ফিল্ড হয় তো সে সময় অন্যরকম চাহিদা ছিল। ওর সাফল্যের দিক থেকে তো অবশ্যই সেরাদের কাতারে রাখতে হবে।’ জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ শেষেই নাকি বিসিবিতে আলোচনা উঠেছিল সাকিব আল হাসানের নেতৃত্বে তরুণ ক্রিকেটারদের নিয়ে একটি টি২০ দল গঠন করা হবে। সাকিবকে অধিনায়ক করা হলো। বিসিবিও সেই পথে যেন হাঁটা শুরু করল। এখন দেখা যাক, সামনে নতুন দায়িত্বে সাকিব কেমন করেন।
×