ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে গৃহবধু গণধর্ষণ মামলায় চার জনের ফাঁসি

প্রকাশিত: ২৩:১৯, ২৯ মার্চ ২০১৭

লক্ষ্মীপুরে গৃহবধু গণধর্ষণ মামলায় চার জনের ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের কমলনগরের গৃহবধু রহিমা খাতুন গণ ধর্ষণ মামলায় আজ বুধবার দুপুরে চারজন আসামীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দন্ডপ্রাপ্ত প্রত্যেক আসামীর বিশ হাজার টাকার জরিমানার আদেশ দিয়েছেন আদাতের বিচারক। নির্দোষ প্রমানিত হওয়ায় অপর একজনকে বেকসুর দেয়া হয়। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে রয়েছে, জেলার কমলনগর উপজেলার চরবসু গ্রামের মনা ব্যাপারীর ছেলে ছানা উল্যা (৩৫), একই উপজেলার চরকালকিনির চরসামছুদ্দিন গ্রামের মতিরহাটের পাশের্ রফিকুল ইসলাম ব্যাপারীর পুত্র মো. হারুন (৩০), এবং চরকালকিনি গ্রামের রফিকুল ইসলাম প্রকাশ সরকার ব্যাপারী পুত্র আবুল কাসেম প্রকাশ কাসেম মাঝি (৩০) এবং মৃত্যুদন্ড প্রাপ্ত অপর ২নং আসামী নোয়াখালী সদর সুধারাম থানার আন্ডারচর গ্রামের আব্দুল গনির ছেলে মো.রহিম (২৫)। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা গেছে, আসামীগন ২০১৪ সালের ২২ ডিসেম্বর রাত আড়াইটার দিকে মামলা, ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ পূর্বক ১০বছরের শিশু কন্যার সামনে রহিমা খাতুনকে পালাক্রমে গণ ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের স্বামী রফিক উল্যা নিজে বাদী হয়ে ২৯ ডিসেম্বর কমলনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে পাঁচজনকে অভিযুক্ত করে একটি মামলা (নং-২৭) দায়ের করেন। কমলনগর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই কবির আহম্মদ চরকালকিনি গ্রামের রফিকুল ইসলাম প্রকাশ সরকার ব্যাপারী পুত্র আবুল কাসেম প্রকাশ কাসেম মাঝি (৩০)সহ পাঁচজন আসামীর বিরুদ্ধে ৩১ মে’ ২০১৫ইং তারিখে আদালতে মামলার চার্জশীট দাখিল করে। তবে বিবাদী পক্ষের আইনজীবি এ্যাড. হুমায়ুন কবির ও এ্যাড. আবুল কালাম বলেন, মামলার রায়ের বিরুদ্ধে উচ্চাদালতে আসামীদের পক্ষে অ্যাপিল করবেন।
×