ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিষয় : বিজ্ঞান;###;মোঃ মাসুদ খান

জেএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৩৭, ২৯ মার্চ ২০১৭

জেএসসি পরীক্ষার প্রস্তুতি

সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.সপংপ@মসধরষ.পড়স (পূর্ব প্রকাশের পর) ১৬০। সরীসৃপ প্রাণির চারপায়ে কয়টি করে নখরযুক্ত আঙ্গুল আছে? ৫ টি করে । ১৬১। পাখির হাড় কেমন? শক্ত, হালকা ও ফাঁপা। ১৬২। কোন মেরুদন্ডী শ্রেণির দেহ লোমে আবৃত থাকে? স্তন্যপায়ী। ১৬৩। স্তন্যপায়ী প্রাণিদের হৃৎপিন্ড কয় প্রকোষ্ঠবিশিষ্ট? চার। ১৬৪। কীভাবে লক্ষ লক্ষ প্রাণিকে শনাক্ত করা সম্ভব? শ্রেণিবিন্যাসকরণ পদ্ধতি অবলম্বন করে। ১৬৫। মানুষ, বাঘ ও উট কোন মেরুদন্ডী শ্রেণির উদাহরণ? স্তন্যপায়ী। ১৬৬। কর্ডাটা প্রাণিজগতের মধ্যে যাদের নটোকর্ড, ¯œায়ুরজ্জু ও গলবিলীয় ফুলকা ছিদ্র আছে তারা কী নামে পরিচিত? ভার্টিব্রাটা। ১৬৭। এশটি প্রাণিকে শনাক্ত করতে হলে প্রধানত কয়টি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়? ছয়টি। ১৬৮। কর্ডাটা পর্বের কোন উপপর্বের প্রাণিরা উন্নত? ভার্টিব্রাটা। ১৬৯। নতুন প্রজাতি শনাক্ত করতে কী অপরিহার্য? শ্রেণিবিন্যাস। ১৭০। চোয়ালে বিভিন্ন ধরনের দাত থাকে কোন শ্রেণির মেরুদন্ডী প্রাণির? স্তন্যপায়ী। ১৭১। সামনের দু’পা ডানায় ও চোয়াল চঞ্চুতে পরিণত হয় Ñ এটি কোন মেরুদন্ডী শ্রেণির উদাহরণ? পক্ষীকুল। ১৭২। ভার্টিব্রাটা প্রাণিদের নটোকর্ড কীসে পরিবর্তিত হয়? শক্ত কশেরুকাযুক্ত মেরুদন্ডে। ১৭৩। সব এককোষী প্রাণিকে কয়টি পর্বে ভাগ করা হয়? একটি। ১৭৪। বহুকোষী প্রাণিদেরকে কয়টি পর্বে ভাগ করা হয়? নয়টি। ১৭৫। ¯œায়ুরজ্জুর সম্মুখ প্রান্ত স্ফীত হয়ে কীসে পরিণত হয়? মস্তিষ্কে। ১৭৬। মস্তিষ্ক কীসের মধ্যে সুরক্ষিত থাকে? করোটির। ১৭৭। জলজ ভার্টিব্রাটা কীসের সাহায্যে শ্বসন কাজ চালায়? ফুলকার। ১৭৮। যে ভার্টিব্রাটা স্থলে বাস করে তারা কীসের সাহায্যে শ্বাসকার্য চালায়? ফুসফুসের। ১৭৯। মলাস্কা পর্বের প্রাণিদের নরম দেহ কী দ্বারা আবৃত থাকে? ম্যান্টল। ১৮০। যে সমস্ত প্রাণিকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুঅংশে ভাগ করা হয় তাকে কী বলে? অরীয় প্রতিসম প্রাণি। ১৮১। একটি অরীয় প্রতিসম প্রাণির উদাহরণ দাও। তারামাছ। ১৮২। বহুকোষী প্রাণির পৌষ্টিক নালি এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে কী বলে? সিলোম। ১৮৩। দেহ প্রাচীর দিয়ে ঘেরা দেহ গহ্বরকে কী বলে? সিলেন্টেরন। ১৮৪। ভ্রুণের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তীতে টিস্যু বা অঙ্গ সৃষ্টি হয় তাদের কী বলে? ভ্রুণস্তর। ১৮৫। আথ্রোপোডা পর্বের ক্ষতিকর পোকাদের কী বলে? পেস্ট। (সমাপ্ত)
×