ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিলুপ্ত ছিটমহলে ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম

প্রকাশিত: ০৪:৪৭, ২৫ মার্চ ২০১৭

বিলুপ্ত ছিটমহলে ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ভুরুঙ্গামারীতে উপজেলা পরিষদের অনুমোদন সত্ত্বেও চেয়ারম্যান ও ইউপি সদস্যের যোগসাজশে বিলুপ্ত ছিটমহলে ভিজিডি কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর মৌজার সঙ্গে সংযোজিত সদ্য বিলুপ্ত ছিটমহল গারোলঝড়ায় ৪৭ দরিদ্র পরিবারের বসবাস। ভারত-বাংলাদেশ ছিট মহল বিনিময় চুক্তির পর এই পরিবারগুলো বাংলাদেশী নাগরিকত্ব লাভের পর বিভিন্ন সরকারী ও বেসরকারী সুযোগ-সুবিধা পেয়ে আসছে। কিন্তু বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচিত চেয়ারম্যান ইউসুফ আলী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য শাহীন আলমের যোগসাজশে পরিবারগুলো ভিজিডি কার্ড থেকে বঞ্চিত। বর্তমান সরকার ও উপজেলা পরিষদের সম্মতির তোয়াক্কা না করে ছিটমহলে বসবাসরতদের সর্বাধিক সুবিধা প্রদানের কার্যক্রমকে বিতর্কিত করেছে। সরেজমিনে তদন্তপূর্বক ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ সুবিধাবঞ্চিত ছিটমহলের ২৯টি পরিবার তাদের কার্ড প্রদানের জন্য লিখিত অভিযোগ করেছে। এ ব্যাপারে ইউপি সদস্য শাহীন আলম বলেন, ভিজিডি কার্ডের বিষয়ে চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক কার্ড বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী জানান, নিয়ম মেনে ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে। ছিটমহলে বসবাসরত কার্ড বঞ্চিতরা জানান, চেয়ারম্যান ও ইউপি সদস্যদের টাকা না দেয়ার কারণে তারা ইচ্ছেমতো কার্ড বিতরণ করে বাকি কার্ড অন্যত্র বিক্রি করেছে।
×