ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রিয়াল-বার্সায় খেলার স্বপ্ন গ্রিজম্যানের!

প্রকাশিত: ০৫:৫২, ২৩ মার্চ ২০১৭

রিয়াল-বার্সায় খেলার স্বপ্ন গ্রিজম্যানের!

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল ক্লাব কোনগুলো? নিঃসন্দেহেই সবার আগে উঠে আসবে রিয়াল মাদ্রিদ, বার্সিলোনার নাম। সেরাদের তালিকাতে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখকেও রাখছেন এ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসী তারকা এ্যান্তনিও গ্রিজম্যান। তার মতে বিশ্বের সব খেলোয়াড়ই রিয়াল-বার্সায় খেলার স্বপ্ন দেখে। মার্কাকে দেয়া এক সাক্ষাতকারে এ প্রসঙ্গে গ্রিজম্যান বলেন, ‘আপনারা যদি বলেন যে ভবিষ্যতে আমি রিয়াল মাদ্রিদ কিংবা বার্সিলোনায় খেলব কি না? আমি বলব কেন নয়? এই দুটি বড় ক্লাব আর বেয়ার্ন মিউনিখে খেলার স্বপ্ন প্রতিটি খেলোয়াড়ই দেখে।’ শেষে অবশ্য নিজের সীমাবদ্ধতার কথাটাও সুস্পষ্ট করে দিয়েছেন গ্রিজম্যান। জানিয়েছেন এ্যাটলেটিকো মাদ্রিদেই তিনি সুখে আছেন, ‘এ পর্যায়ে এসে আমি নিজেকে বার্সিলোনায় অথবা রিয়াল মাদ্রিদ কিংবা অন্য কোন ক্লাবে দেখতে পারি না। এখন যেখানে আছি আমি সেখানেই সুখে আছি। এ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে পিএসজি, চীন, মেজর লীগ সকার, রাশিয়া কিংবা অন্য কোন ক্লাবে যাওয়ার কোন ইচ্ছে নেই আমার।’
×