ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে গোছানো হাসপাতালে কেবল ডাক্তার নেই

প্রকাশিত: ০৪:৩৫, ২১ মার্চ ২০১৭

ঠাকুরগাঁওয়ে গোছানো হাসপাতালে কেবল ডাক্তার নেই

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২০ মার্চ ॥ ক্লিনিকের ওয়ার্ড-কেবিনে রোগী ভরা। সাদা অ্যাপ্রোন পরা নার্সরাও ছোটাছুটি করছে। অস্ত্রোপচার কক্ষও (ওটি) সাজানো রয়েছে যন্ত্রপাতিতে। সবই আছে, নেই শুধু সার্বক্ষণিক চিকিৎসক। যখন যাঁকে পাওয়া যাচ্ছে, সেই চিকিৎসককে ডেকে এনে চিকিৎসা দেয়া হচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। ঠাকুরগাঁওয়ের অধিকাংশ বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকের চিত্র এটি। বেসরকারী হাসপাতালের কার্যক্রম নিয়ন্ত্রণে ১৯৮২ সালে দ্য মেডিক্যাল প্র্যাকটিস এ্যান্ড প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স প্রণয়ন করা হয়। অর্ডিন্যান্সে বেসরকারী স্বাস্থ্যপ্রতিষ্ঠানে রোগীর অস্ত্রোপচার, চিকিৎসা ও তত্ত্বাবধানের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রতি ১০ শয্যার জন্য একজন সার্বক্ষণিক নিবন্ধিত চিকিৎসক থাকার কথা বলা হয়েছে। কিন্তু জেলার অধিকাংশ হাসপাতাল ও ক্লিনিকে রোগীর দেখা পেলেও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি চিকিৎসক। ঠাকুরগাঁও সদর উপজেলার চ-িপুর গ্রামের জয়নুদ্দিনের স্ত্রী ছাফিয়া খাতুন (৪১) গত শনিবার অসুস্থ হয়ে পড়েন। জয়নুদ্দিন তাঁকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করেন। জয়নুদ্দিনের দাবি, ওই ক্লিনিকে চিকিৎসক না থাকার পরও তাঁর মুমূর্ষু স্ত্রীকে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যালে পাঠানো হয়। শহরের বিভিন্ন পাড়া মহল্লায় ১০/২০ শয্যার ২০টির অধিক ক্লিনিক রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি ক্লিনিকের ম্যানেজাররা বলেন, অধিকাংশ ক্লিনিকে অস্ত্রোপচারসহ সব ধরনের চিকিৎসার সুবিধা রয়েছে। রয়েছে সুসজ্জিত অস্ত্রোপচার কক্ষও। সেখানে রোগীদের এমবিবিএস চিকিৎসক তত্ত্বাবধান করেন বলে সাইনবোর্ড রয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, এসব ক্লিনিকে চিকিৎসক হিসেবে যাদের দেখানো হচ্ছে তারা কোন ক্লিনিকে স্থায়ীভাবে বসেন না। যখন যে ক্লিনিকে ডাক পান, তখন সেখানে চিকিৎসা দেন। ঠাকুরগাঁও শহরের তাঁতীপাড়ায় ১০ শয্যার সেভেন ডে নার্সিং হোম, নর্থ সার্কুলার সড়কে ২০ শয্যার ডক্টর ইউসুফ হাসপাতাল, বঙ্গবন্ধু সড়কের সুশ্রী নার্সিং হোম, ফ্রেন্ডস এ্যাপোলো হাসপাতাল, সিটি ক্লিনিক, নিউ স্কয়ার ক্লিনিক, সবুজ ক্লিনিক, ডে নাইট নার্সিং হোম, জেনারেল হাসপাতালসহ আরও কয়েকটি ক্লিনিকে প্রসূতির অস্ত্রোপচারসহ সব ধরনের অস্ত্রোপচারের ব্যবস্থা রয়েছে। তবে সেখানে সার্বক্ষণিক চিকিৎসক নেই।
×