ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৭১ ইউপি নির্বাচন

চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন আওয়ামী লীগের

প্রকাশিত: ০৫:৩৩, ১৮ মার্চ ২০১৭

  চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন আওয়ামী  লীগের

বিশেষ প্রতিনিধি ॥ যশোর জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনসহ সারাদেশে ৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বৃহস্পতিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ মনোনয়ন দেয়া হয়। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় যশোর জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সাইফুজ্জামান পিকুলকে মনোনয়ন দেয়া হয়। এছাড়া রংপুর বিভাগের দিনাজপুর জেলার বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে মোঃ আমজাদ হোসেন এবং একই উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ খাইরুল ইসলাম খোকনকে মনোনয়ন দেয়া হয়। কুড়িগ্রাম জেলার সদর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ রেদওয়ানুল হককে এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নের মোঃ নুরুল হক এবং একই উপজেলার বড় আলমপুর ইউনিয়নের মোঃ মোদাব্বেরুল ইসলাম সাজুকে মনোনয়ন দেয়া হয়। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মোঃ গোলাম মোস্তফা কামাল পাশা এবং একই জেলার সুন্দরগঞ্জ উপজেলার চ-িপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জ্যোতির্ময় চক্রবর্ত্তীকে মনোনয়ন দেয়া হয়। রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ জিল্লুর রহমান খান এবং একই উপজেলার বড়তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ বোরহান উদ্দিন ফকির, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদে বেনাউল ইসলাম এবং পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ হোসেন আলী বাগছীকে মনোনয়ন দেয়া হয়। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ জিল্লুর রহমান এবং নওগাঁ জেলার মান্দা উপজেলার মান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ তোফাজ্জল হোসেনকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়। খুলনা বিভাগের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতাপ কুমার রায়, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদে মারিয়া হোসেন, বরিশাল বিভাগের ভোলা জেলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নে মোঃ আমানত উল্লাহ এবং একই জেলার দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ হামিদুর রহমান টিপু এবং একই উপজেলার সৈয়দপুর ইউনিয়নে শহী ছরওয়ারকে (ভুট্টো তালুকদার) দলীয় মনোনয়ন দেয়া হয়। বরগুনা জেলার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নে মোঃ নজির হোসেন কালু পাটোয়ারী, ছোটবগী ইউনিয়নে মোঃ তৌফিক উজ্জামান, কড়ইবাড়ীয়া ইউনিয়নে মোঃ জসিম উদ্দিন মোল্লা ও বড়বগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ আলমগীর মিঞা ও নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ দুলাল ফরাজীকে মনোনয়ন দেয়া হয়। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদে মোঃ আনছার উদ্দিন মোল্লা, ধুলাসার ইউনিয়নে মোঃ আঃ জলিল এবং একই জেলার দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়ন পরিষদে মোঃ নজির সরদারকে মনোনয়ন দেয়া হয়। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ীদোবড়া ইউনিয়ন পরিষদে মোঃ ওয়ালী উল্লাহ, কলারদোয়ানিয়া ইউনিয়নে মোঃ আলাউদ্দিন ও শ্রীরামকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তম কুমার মৈত্রকে মনোনয়ন দেয়া হয়। ঝালকাঠি জেলার সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদে আবুল বাসার খান এবং একই জেলার কাঁঠালিয়া উপজেলার কাঠালিয়া ইউনিয়ন পরিষদে রবিউল ইসলাম কবির শিকদারকে মনোনয়ন দেয়া হয়। ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নে মোঃ হুমায়ুন তালুকদার, আজগানা ইউনিয়নে মোঃ রফিকুল ইসলাম, বহুরিয়া ইউনয়নে আবু সাইদ মিয়া, তরফপুর ইউনিয়নে আবুল কাশেম, লতিফপুর ইউনিয়নে মোঃ জাকির হোসেন ও ভাওড়া ইউনিয়নে মোঃ আমজাদ হোসেন এবং একই জেলার সখিপুর উপজেলার গজারিয়া ইউনিয়নে আঃ মান্নান মিয়া, দাড়িয়াপুর ইউনিয়নে মুহাম্মদ আনছার আলী ও গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নে চেয়ারম্যান পদে মোঃ হোসেন আলীকে মনোনয়ন দেয়া হয়েছে। মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নে মোঃ শহীদুল্লাহ ও পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাদল তালুকদারকে মনোনয়ন দেয়া হয়। একই জেলার রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নে সিরাজুল হক মোল্লা, আমগ্রাম ইউনিয়নে মোঃ জমির উদ্দিন খান, বদরপাশা ইউনিয়নে সাবিনা আক্তার ও হোসেনপুর ইউনিয়নে আয়নাল শেখকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড় গোপালপুর ইউনিয়নে মাহবুবুর রহমান এবং বড় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ সাইদুর রহমানকে মনোনয়ন দেয়া হয় এবং ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নে মোঃ হাবিবুল বাশার, আড়পাড়া ইউনিয়নে মোঃ বদরুজ্জামান (বাবু), মেঘচামী ইউনিয়নে মোঃ হাসান আলী খান ও ডুমাইন ইউনিয়নে মোঃ খুরশীদ আলমকে (মাসুম) মনোনয়ন দেয়া হয়। মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নে লোকমান হোসেনকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়া হয়। ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে মোঃ গোলাম মস্তফা, সাপধরী ইউনিয়নে মোঃ জয়নাল আবেদীন, চিনাডুলি ইউনিয়নে মোঃ আবদুস ছালাম, বেলগাছা ইউনিয়নে আবদুল মালেক, কুলকান্দি ইউনিয়নে মোঃ জুবাইদুর রহমান ও পাথর্শী ইউনিয়নে মোঃ ইফতেখার আলমকে মনোনয়ন দেয়া হয়। সিলেট বিভাগের সিলেটে জেলার জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নে মোঃ আবদুস সাত্তার, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নে জামিল আহমেদ জুয়েল ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নে এম নবী হোসেনকে মনোনয়ন দেয়া হয়। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দড়িয়া দৌলত ইউনিয়নে শরিফুল ইসলাম, আয়ুবপুর ইউনিয়নে মোঃ নজরুল ইসলাম, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার দীর্ঘাপাড়া ইউনিয়নে আনোয়ার হোসেন, ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নে মুহাম্মদ অহিদুল আলম, কুমিল্লা জেলার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নে আলী আশরাফ, হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নে মোঃ সাদেক সরকার, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে মায়নেয়া পারভীন পান্না ও চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোহাম্মদ আমিরুল ইসলামকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে।
×