ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেতুর অভাবে ১০ গ্রামবাসীর চরম দুর্ভোগ

প্রকাশিত: ০৪:৪২, ৯ মার্চ ২০১৭

সেতুর অভাবে ১০ গ্রামবাসীর চরম দুর্ভোগ

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ৮ মার্চ ॥ এনায়েতপুর থানার তাঁত শিল্প সমৃদ্ধ এলাকা খুকনী ও জালালপুর ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে কোনাই নদী। নদীর নতুন ঘাটাবাড়ী-ঝাউপাড়া অংশে তাদের সম্মিলিত চেষ্টায় নির্মিত বাঁশের সাঁকোই ১০ গ্রামবাসীর ভরসা। খুকনী ইউনিয়নের রূপসী, বিশ্বনাথপুর, নতুন ঘাটাবাড়ী, বাঁশবাড়িয়া, ঝাউপাড়া, খুকনী, জালালপুর ইউনিয়নের সরাতৈল, সৈয়দপুর, চেংটার চর, লোচনাপাড়া গ্রামের মানুষ কোন না কোন ভাবে তাঁত শিল্পের সাথে কর্মরত। এসব গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ স্বাধীনতাপরবর্তীকাল থেকে তাঁত শিল্প সমৃদ্ধ খুকনী বহুমুখী উচ্চবিদ্যালয়, খুকনী ইউনিয়ন পরিষদ, মাদ্রাসা, সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাট-বাজারে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ ব্যাপারে বিশ্বনাথাপুরের পল্লী চিকিৎসক মজনু মিয়া, নতুন ঘাটাবাড়ি গ্রামের আশরাফ আলী, আলতাফ হোসেন জানান, দেশ স্বাধীন হলেও কোনাই নদীতে সেতু না থাকায় আমরা এখনো পরাধীনতার মধ্যে যাতায়াত করছি। দেশে সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে অথচ আমরা শুধু একটি সেতুই পাচ্ছি না। জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিলেও এখন পর্যন্ত সেতুটি বাস্তবায়ন হচ্ছে না। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে সেতুটি বাস্তবায়ন খুবই জরুরী। সে লক্ষেই আমি কাজ করব।
×