ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘জলপুত্র’ নাটকের দ্বিতীয় মঞ্চায়ন আজ

প্রকাশিত: ০৩:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

‘জলপুত্র’ নাটকের দ্বিতীয় মঞ্চায়ন আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বেঙ্গল থিয়েটারের ‘জলপুত্র’ নাটকের দ্বিতীয় মঞ্চায়ন হবে। কথাসাহিত্যিক হরিশংকর জলদাসের সমুদ্রভিত্তিক জেলে সম্প্রদায় নিয়ে রচিত ‘জলপুত্র’ উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন রুমা মোদক। আর নির্দেশনা দিয়েছেন তরুণ নাট্যনির্দেশক হাসান রেজাউল। ‘জলপুত্র’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- তাহমিনা, সিনথিয়া, প্রিয়ন্তী, রাসেল, হাবিব, আকাশ, রাজীব, সজিব, উজ্জ্বল, তোফায়েল, রকি, রাশেদুল, প্রতিভা, জিসান, রবিন, শাহিন, জিয়া, রেজাউল প্রমুখ। নাটকের আবহ সঙ্গীত করেছেন উজ্জ্বল মিয়া ও রাসেল আরেফীন। কোরিওগ্রাফি মণি-মুক্তা ও এনামুল হক শাহিন। প্রযোজনা ব্যবস্থাপনায় রবিন দত্ত ও সার্বিক তত্ত্বাবধানে আছে শ্যামা রনি। থিয়েটার অঙ্গনে প্রায় সবচেয়ে নবীন ও তারুণ্যনির্ভর দল হিসেবে পরিচিত বেঙ্গল থিয়েটারের অন্যতম পরিচালক এবং নির্দেশক হাসান রেজাউল বলেন জলপুত্র উপন্যাসটিকে আমরা গত জানুয়ারি মাসে মঞ্চে আনতে পেরে এবং প্রথম প্রদর্শনী দর্শকপূর্ণ হওয়ায় খুব ভাল লেগেছে। জেলেরা প্রান্তজন। তাদের নিয়ে আমরা কাজ করতে পেরে আনন্দ অনুভব করছি। প্রান্তজনদের পাশে সব সময় থাকতে চাই। এই নাটকটিতে একজন নারীর সংগ্রামশীল জীবন কথনের পাশাপাশি দাদনদারদের আজন্মকালের শোষণ আর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠার চিত্র তুলে ধরেছি। ‘জলপুত্র’ নাটকে জেলেদের প্রাপ্তি-অপ্রাপ্তি, হাহাকার, আনন্দ-বিলাপ, মৃত্যু আর জেগে ওঠার চালচিত্র তুলে ধরা হয়েছে। নাটকের প্রথম প্রদর্শনীতেই বেশ সাড়া পাওয়া গেছে। আশা করছি দ্বিতীয় প্রদর্শনীও ভাল হবে। নাটকের সফল মঞ্চায়নের জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি। এ নাটক প্রসঙ্গে হরিশংকর জলদাস বলেন আমার পিতামহ, আমার ঠাকুমা, জেঠা, কাকা, মামা-এঁরা আমার ‘জলপুত্র’ উপন্যাসের কুশীলব হয়েছে। লিখিত রূপ হিসেবে বহুল আলোচিত এ উপন্যাসটি বেঙ্গল থিয়েটার মঞ্চে এনেছে শুনে আমি অত্যন্ত আনন্দিত। এ উপন্যাসের মধ্য দিয়ে আমি একটি আওয়াজ তুলতে চেয়েছি- অধিকার বোধের আওয়াজ, বেঁচে থাকতে পারার আওয়াজ। ‘জলপুত্র’ পাঠকপ্রিয়তা পেয়েছে অনেক আগেই। ফলে আমি পরবর্তী উপন্যাসগুলো লেখার প্রেরণা পেয়েছি। উপন্যাসটি বেঙ্গল থিয়েটার সফলভাবেই মঞ্চে আনতে পেরেছে। এ নাটকে একজন জেলেনারীর সংগ্রামশীল জীবনের ইতিহাসের পাশাপাশি জেলেপুত্রদের অধিকার সচেতন হয়ে ওঠার চিত্র তুলে ধরেছেন নির্দেশক।
×