ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংসদে আইনমন্ত্রী

গ্রাম্য সালিশের নামে অমানবিক সাজা বন্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে

প্রকাশিত: ০৮:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

 গ্রাম্য সালিশের নামে  অমানবিক সাজা  বন্ধে কঠোর আইনী  ব্যবস্থা নেয়া হবে

সংসদ রিপোর্টার ॥ গ্রাম্য সালিশ বা বিচারের নামে প্রকাশ্যে অমানবিক সাজা বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে এ ব্যাপারে সরকার সচেতন রয়েছে। গ্রাম্য সালিশদার, মেম্বার বা চেয়ারম্যানদের বিরুদ্ধে এ ধরনের অমানবিক সাজা দেয়ার অভিযোগ পাওয়া গেলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য রহিম উল্লাহর প্রশ্নের লিখিত জবাবে এসব তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। তিনি জানান, গ্রাম্য সালিশদার, মেম্বার, চেয়ারম্যান কর্তৃক প্রকাশ্যে বিচারে অমানবিক সাজা, যেমন চুল কেটে দেয়া, কান ধরে ওঠবস করানো, নাকে খত দেয়া, গলায় জুতার মালা পরানো, ঝাড়ু পেটা করে বাজারে ঘোরানো ইত্যাদি সাজা অমানবিক হওয়ায় তা বন্ধে এসব পদক্ষেপ নেয়া হয়েছে। জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদানের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এলজিআরডি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
×