ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিনদিন পর সূচক বাড়ল পুঁজিবাজারে

প্রকাশিত: ০৩:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০১৭

তিনদিন পর সূচক বাড়ল পুঁজিবাজারে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের তিনদিনের পতন কাটিয়ে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। অন্যদিকে সূচক বাড়লেও লেনদেনে গতি ফিরছে না। টানা দশম দিনের মতো সোমবার ডিএসইতে লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৫৭৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১০১ কোটি ৭৪ লাখ টাকা কম। রবিবার ডিএসইতে ৬৭৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২২৩, কমেছে ৭১ এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৫৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৬১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- সাইফ পাওয়ার টেক, লঙ্কাবাংলা ফাইনান্স, এ্যাপোলো ইস্পাত, আরএসআরএম স্টিল, এসিআই ফর্র্মূলেশন, বেক্সিমকো, ইসলামী ব্যাংক, বারাকা পাওয়ার, জেএমআই সিরিঞ্জ ও ইবনে সিনা। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ইন্স্যুরেন্স, আনালিমা ইয়ার্ন, রংপুর ফাউন্ডি, তাকাফুল ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, এইচআর টেক্সটাইল, রিপাবলিক, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম টেক্সটাইল ও ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- শ্যামপুর সুগার, মডার্ন ডাইং, সানলাইফ ইন্স্যুরেন্স, ডিবিএইচ মিউচুয়াল ফান্ড, আইসিবি ১ম এনআরবি, আইএফআইসি মিউচুয়াল ফান্ড, মুন্ন স্টাফলারস, ডেফোডিল কম্পিউটার, রহিম টেক্স ও ডেল্টা লাইফ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৮৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৪, কমেছে ৫৮ এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- এমবিএল মিউচুয়াল ফান্ড, এলআরগ্লোবাল মিউচুয়াল ফান্ড, এ্যাপোলো ইস্পাত, বেক্সিমকো, সাইফ পাওয়ার টেক, জেএমআই সিরিঞ্জ, লঙ্কাবাংলা ফাইনান্স, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক ও আরএসআরএম স্টিল।
×