ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রামুর বৌদ্ধ বিহার পরিদর্শনে বার্নিকাট

প্রকাশিত: ০৮:৫৫, ২ ফেব্রুয়ারি ২০১৭

রামুর বৌদ্ধ বিহার পরিদর্শনে বার্নিকাট

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেছেন, সংঘাত পরিহার করে সম্প্রীতির মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশসহ বিশ্বকে এগিয়ে নিতে হবে। তিনি বুধবার বিকেলে কক্সবাজারের রামুর কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ প-িত সত্যপ্রিয় মহাথেরের সঙ্গে মতবিনিময় কালে একথা বলেন। সীমা বিহারে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা করেন বার্নিকাট। বুধবার বিকেলে বার্নিকাটসহ মার্কিন দূতাবাসের ৯ সদস্যের প্রতিনিধিদল কক্সবাজার থেকে রামুর সীমা বিহারে যান। বিহারের অধ্যক্ষ প-িত সত্যপ্রিয় মহাথেরসহ অন্য ভিক্ষুদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি ২৯ সেপ্টেম্বরের ঘটনার বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ প-িত সত্যপ্রিয় মহাথের বলেন, তারা এখনও পুরোপুরি শঙ্কা মুক্ত নয়। বিকেল ৫টা পর্যন্ত সেখানে ছিলেন তিনি।
×